Bangla News Dunia, দীনেশ : রোজগার না করায় দিনরাত বাবার কাছ থেকে কথা শুনতে হত। এর থেকে মুক্তি পেতে রোজগারের সন্ধান শুরু করেন ছেলে। মনের মতো কাজ না মেলায় তিনি ফন্দি আঁটেন ব্যাংক ডাকাতির। আর সেই ফন্দিকে বাস্তবায়িত করতে গিয়েই বিপত্তি ঘটে। বর্তমানে তাঁর ঠাই হয়েছে শ্রীঘরে।
ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের। আর্থিকভাবে সচ্ছল নয় স্থানীয় বাসিন্দা পেশায় কৃষক অবধেশ মিশ্রের পরিবার। সেকারণেই তাঁর ছোট ছেলে লাভিশ মিশ্রকে দিনরাত রোজগারের কথা শোনাতেন। তিনি তিনি চাইতেন সন্তান বড় হয়ে রোজগার করতে সক্ষম হোক। দিনরাত বাবা-মায়ের ‘ভর্ৎসনা’ শুনতে ভালো লাগতো না লাভিশের। শুরু করেন রোজগারের সন্ধান। বিভিন্ন জায়গায় ঘুরেও কোনও ফল না হওয়ায় শেষে ব্যাংক ডাকাতির ছক কষেন লাভিশ। ইউটিউব দেখে ডাকাতির পরিকল্পনাও করে ফেলেন তিনি। জোগাড় করেন একটি পিস্তল, ছুরি এবং সার্জিক্যাল ব্লেড।
আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত
জানা গিয়েছে, শুক্রবার সকালে ব্যাংক চলাকালীন স্থানীয় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় হাতে পিস্তল, ছুরি নিয়ে ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন লাভিশ। তাকে বাধা দিতে গিয়ে ছুরিকাহত হন ব্যাংকের নিরাপত্তারক্ষী। ব্যাংকে ঢুকেই পিস্তল উঁচিয়ে হম্বিতম্বি শুরু করেন লাভিশ। ব্যাংক ম্যানেজার-সহ অন্যান্য কর্মীরা তাঁকে ধরতে গেলে, তাঁদের উপর হামলা করেন লাভিশ। শেষে অনেক চেষ্টার পর লাভিশকে বাগে আনতে সমর্থ হন ব্যাংককর্মীরা। তাঁকে ধরে দড়ি দিয়ে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে গ্রেপ্তার করে যুবককে।
আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন
ধৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, লাভিশ বিএসএসি করছিলেন। তৃতীয় বর্ষের ছাত্র। অভিযুক্তের দাদা দিল্লিতে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। বাবা পেশায় কৃষক। পরিবার আর্থিক ভাবে সচ্ছল ছিল না। সেকারণেই লাভিশকে রোজগার করার কথা বলতেন অবধেশ। আর তাতেই ব্যাংক ডাকাতির ফন্দি আঁটেন। তাঁর চেষ্টা ব্যহত হওয়ায় শ্রীঘরে ঠাঁই হল বছর বাইশের যুবকের।
আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?