লং টার্মে লগ্নি কথা ভাবছেন? ২০২৫ সালে কিনতে পারেন এই ৯ স্টক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মিউচুয়াল ফান্ডের মাধ্যমে হোক বা সরাসরি স্টক কেনা- শেয়ার বাজারে বিনিয়োগের প্রবণতা বাড়ছে দেশে। বেশি রিটার্নের আশাতেই লগ্নির ধরনে বদল আসছে বলে মত বিশেষজ্ঞদের। বড় অঙ্কের রিটার্ন পেতে গেলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের করতে বলেন বিশেষজ্ঞরা। তা সে এসআইপি হোক বা স্টক। কিন্তু অনেকেই বাজারের পতন দেখে দীর্ঘমেয়াদি লগ্নির পথ থেকে সরে আসেন। বড় রিটার্নের আশা করলে এই মনোভাব যে বদলাতে হবে, তা বার বার উঠে এসেছে বিশেষজ্ঞদের পরামর্শে। ২০২৪ সাল প্রায় শেষ। সামনেই ২০২৫ সাল। নতুন বছরে দীর্ঘমেয়াদি লগ্নির জন্য বেশ কয়েকটি স্টকের কথা জানিয়েছে অ্যাক্সিস সিকিউরিটিজ়। লগ্নির কথা ভাবলে সামনে বছর এই সমস্ত স্টক কিনতে পারেন।

শ্রীরাম ফিনান্স: বিভিন্ন ধরনের ফিনান্সিয়ার সার্ভিস দিয়ে থাকে এই সংস্থা। এফডি, বিমা থেকে শুরু করে গাড়ির লোন এবং পার্সোনাল ফিনান্সের বিভিন্ন কাজ করে। সোমবার বাজার বন্ধের সময় ০.৭৯ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ২ হাজার ৯২২ টাকা। গত এক বছরে ৪২ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এই স্টক। এর টার্গেট প্রাইস ৩ হাজার ৮২৫ টাকা।

ফর্টিস হেলথকেয়ার: স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত এই সংস্থার স্টক কেনার পরামর্শ দিয়েছে অ্যাক্সিস সিকিউরিটিজ়। সোমবার ৩ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ৭০৩ টাকা। গত এক বছরে ফর্টিসের শেয়ার দর বেড়েছে ৬০ শতাংশ। এর টার্গেট প্রাইস রয়েছে ৮৬০ টাকা।

প্রেস্টিজ এস্টেট প্রোজেক্টস: প্রেস্টিজ গ্রুপের এই সংস্থা রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত। তারা কমার্সিয়াল এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং তৈরি করে। গত এক মাসের বেশি সময়ে এই স্টকের দাম কমেছে। কিন্তু গত এক বছরের হিসাব দেখলে এই স্টকের দাম বেড়েছে ৪১ শতাংশ। তাই দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য এই স্টকের কথা মাথায় রাখুন। এখন এই স্টকের দাম রয়েছে ১ হাজার ৬৮১ টাকা। এর টার্গেট প্রাইস ২ হাজার ১৯৫ টাকা।

আরো পড়ুন: দুটি চালু ওষুধের নকল বাজারে ঘুরছে। এই নিয়ে সতর্কবার্তা কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার, বিস্তারিত জানুন

সিটি ইউনিয়ন ব্যাঙ্ক: কম দামের স্টক কেনার চিন্তাভাবনা থাকলে এই বেসরকারি ব্যাঙ্কের শেয়ারে লগ্নি করতে পারেন। এখন এই ব্যাঙ্কের স্টকের দাম ১৭২ টাকা। এর টার্গেট প্রাইস ২১৫ টাকা।

অম্বুজা সিমেন্ট: দেশের জনপ্রিয় সিমেন্ট প্রস্তুতকারক সংস্থার স্টকেও লগ্নি করতে পারেন ২০২৫ সালে। বর্তমানে এই স্টকের দাম ৫৪৬ টাকা। এর টার্গেট প্রাইস ৬৭৫ টাকা

ডিওএমএস ইন্ডাস্ট্রিজ়: স্টেশনারি এবং আর্ট মেটেরিয়াল তৈরি করা এই সংস্থার স্টক দীর্ঘমেয়াদি লগ্নির জন্য দারুণ লাভজনক। গত এক বছরে ১০৬ শতাংশ বেড়ে এর শেয়ার দর। এখন এই স্টকের দাম রয়েছে ২ হাজার ৬৪০ টাকা। এর টার্গেট প্রাইস ৩ হাজার ১২০ টাকা।

ইথোস: বিশ্বের বিলাসবহুব বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি বিক্রি করে এই সংস্থা। ২০২৫ সালে এই স্টকে লগ্নির পরামর্শ দিয়েছে অ্যাক্সিস সিকিউরিটিজ়। এখন এই স্টকের দাম ৩ হাজার টাকা। এর টার্গেট প্রাইস ৩ হাজার ৭৫০ টাকা।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষাসংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরো পড়ুন: শ্বশুরবাড়ি থেকে 12 বছরের নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার!

আরো পড়ুন:– ভয়াবহ ১০ বিপর্যয় যা বিপুল ক্ষতি করেছে এ বছরে, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন