লকডাউনকে আনলক করার ফল

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News  Dunia, সারদা দে : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা ৫১-৬০ নম্বর ধারা অনুযায়ী দেশে লকডাউন  চলার সময় কেউ যদি কেন্দ্রীয় সরকারী কর্মচারীকে ভুল তথ্য  দেয় তাহলে ওই ব্যক্তির ২ বছরের জেল হতে পারে এবং সাথে হতে পারে জরিমানা।  কেউ যদি এই সময় টাকা বা কোনো প্রয়োজনীয় বস্তু নিয়ে কালোবাজারি করে তাহলে ওই ব্যক্তির জরিমানা সহ ২ বছরের জেল হতে পারে।  কেউ যদি কাউকে ভয় দেখায় তাহলে ওই ব্যক্তির ১ বছরের জেল সহ জরিমানা হতে পারে।

[ আরো পড়ুন :- একেই বলে মরার উপর খাড়ার ঘা ]

কলকাতায় প্রথম দিন সংখ্যাটা ছিল ২৫৫ আর দ্বিতীয়দিন তা বেড়ে হলো ১৩০২।  লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরোনোয় ওই বিপুল সংখ্যক লোক কে গ্রেফতার করা হয়েছে। লালবাজার সূত্রে সেইরকমই খবর পাওয়া গেছে।

অবশ্য এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার।  ওখানকার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রায় জানিয়েছেন যে এখনও মানুষ না মানলে ,দেখলেই গুলি করার নির্দেশ দেওয়া হবে। দেশের মানুষ না মানলে একই কাজ কেন্দ্রীয় সরকার ও করতে পারে।

[ আরো পড়ুন :- রিলায়েন্স জিও বাজারে আনলো ২৫১ টাকার বাড়ি থেকে কাজ করার প্ল্যান ]

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন