Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্টক এক্সচেঞ্জের প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট বুধবার সামান্য হলেও কমেছে।নিফটি ০.১৮ শতাংশ কমেছে। সেনসেক্সের পয়েন্ট পড়েছে ০.৪০ শতাংশ। ৩১২ পয়েন্ট কমে নিফটি দাঁড়িয়ে ৭৮ হাজার ২৭১ পয়েন্টে। নিফটি৫০ রয়েছে ২৩ হাজার ৬৯৬ পয়েন্টে। রিয়েলটি, এফএমসিজি-পর মতো সেক্টর বুধবার পজ়িটিভে থাকতে পারেনি। কিন্তু নিফটি ব্যাঙ্ক, নিফটি মেটালস, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস-এর মতো সেক্টরাল সূচকের গ্রাফ পজ়িটিভে রয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কোন স্টক কেনা যেতে পারে দেখে নিন।
Apollo Hospitals Enterprise Ltd: হেলথকেয়ার সেক্টরের এই সংস্থার স্টকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার আড়াই শতাংশের কাছাকাছি বেড়ে এই স্টকের দাম রয়েছে ৬ হাজার ৯৫৮ টাকা। গত এক মাসে দাম কিছুটা কমলেও গত এক বছরে ১২ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এই স্টক। এর টার্গেট প্রাইস ৭ হাজার ৪৩০ টাকা। স্টপলস ৬ হাজার ৭০০ টাকা।
eClerx Services Limited: বুধবার ৩ শতাংশের কাছাকাছি দাম বেড়েছে এই সংস্থার স্টকের। আইটি কনসাল্টিং এবং আউটসোর্সিং কোম্পানির শেয়ারের দাম ৩ হাজার ২৮৭ টাকা। টার্গেট প্রাইস ৩ হাজার ৩১৫ টাকা এবং স্টপলস ৩ হাজার ১৭২ টাকা।
The Ramco Cements Limited: বুধবার দাম পড়লেও বিশ্লেষকরা এই সংস্থার স্টকের দামের গ্রাফে পেয়েছেন বুলিশ রিভার্সাল প্যাটার্ন। বুধবার বাজার বন্ধের সময় এই স্টকের দাম হয়েছে ৮৯৬ টাকা। টার্গেট প্রাইস ৯২৫ টাকা এবং স্টপলস ৮৮৪ টাকা।
Adani Ports and Special Economic Zone Ltd: আদানি গোষ্ঠীর এই স্টকের দিকে নজর রাখতে বলছেন বিশ্লেষকরা। বাজেটের পর থেকে এই স্টকের পারফরম্যান্স বেশ ভালো। বুধবার ২ শতাংশ বেড়ে আদানি পোর্টসের প্রতি শেয়ারের দাম হয়েছে ১ হাজার ১৪৭ টাকা। গত পাঁচ ট্রেডিং সেশনে ৪.১৫ শতাংশ দাম বেড়েছে এই স্টকের।
ITC Ltd: বাজেটের পর থেকেই চাঙ্গা রয়েছে এফএমসিজি সেক্টর। তাই এই সংস্থার শেয়ারে নজর রাখতে পারেন। বুধবার দেড় শতাংশের কাছাকাছি দাম কমলেও গত পাঁচ ট্রেডিং সেশনে সাড়ে তিন শতাংশের বেশি বেড়েছে আইটিসি-র স্টক প্রাইস।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত
আরও পড়ুন:- সকালের জলখাবারে এই ৬ ধরনের খাবার খেলে অ্যাসিডিটি হতে পারে