লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতা প্রকল্প নিয়ে বছর শেষে জরুরি আপডেট, জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) সহ বার্ধক্য ভাতা (Old Age Pension) প্রকল্প নিয়ে বছরের শেষে এসে বড় আপডেট পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সূচনা করা বিভিন্ন প্রকল্পের মধ্যে সব থেকে জনপ্রিয়তা লাভ করেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প (Laxmi Bhandar Prakalpa). এই প্রকল্পের মূল লক্ষ্যই ছিল রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলা।

Lakshmir Bhandar Old Age Pension Scheme

আর এরই সঙ্গে ৬০ বছরের বেশি বয়স্ক বৃদ্ধ ও বৃদ্ধাদের জন্য বার্ধক্য ভাতা পেনশন স্কিম (Pension Scheme) চালু করা হয়েছে। কম বয়স থাকাকালীন সকলেই কাজ করতে পারে কিন্তু বেশি বয়স হয়ে গেলে এই কাজ করা সম্ভব হয়না অনেকের জন্য। আর এই সকল মানুষদের জন্য বার্ধক্য ভাতা। আর এবার এই দুই সরকারি প্রকল্প নিয়ে বড় আপডেট পাওয়া গেল।

আরো পড়ুন: 1 লা জানুয়ারি থেকে বদলাবে গুরুত্বপূর্ণ সকল নিয়ম। সতর্ক হন সবার আগে

আরো পড়ুন:– ATM কার্ড হারিয়ে গিয়েছে? ঘরে বসেই ব্লক করতে পারবেন, কিভাবে ? জেনে নিন

লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের শুরুতে ভাতা অনেকটাই কম দেওয়া হতো, তবে বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক ১০০০ টাকা এবং তপশিলি ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক ১২০০ টাকা ভাতা প্রদান করা হয়। এই অনুদান একজন মহিলাকে স্বাবলম্বী করে তুলেছে। প্রত্যেক মাসের এই অনুদানের টাকা জমিয়ে অনেক মহিলা ব্যবসা শুরু করেছে বা অন্যান্য কাজে লাগিয়েছে, এই ভাবেই নিজের পায়ে দাড়ানোর একটা রাস্তা খুজে পেয়েছেন বাংলার মহিলারা।

পশ্চিমবঙ্গ সরকার

২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবেদন করলে প্রত্যেক মাসেই নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের অনুদান প্রদান করা হয়। আগামী বছরের শুরু থেকেই এই প্রকল্পে আরও একটি দিক উন্মোচন করা হলো। জেনে নেওয়া যাক বাড়তি কি সুবিধা দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের।

এতদিন পর্যন্ত ‘ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার অধীনে নাম অন্তর্ভুক্ত করাতে হলে অনেকটাই নিয়ম রীতির মধ্য দিয়ে যেতে হতো। এইবার সেই দিকটি অনেক সহজ হতে চলেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের বয়সের সীমা ছিল ৬০ বছর। ওল্ড এজ পেনশন প্রকল্পে আবেদন করতে হলে ৬০ বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলারা রয়েছেন, তাদেরকে নতুন করে আবেদন করতে হতো। আগামী বছর থেকে এই ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম লিখিয়েছেন, যখন তাদের বয়স ৬০ বছর উত্তীর্ণ হবে, তখন পর্যায় ক্রমিকভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীন থেকে ‘ওল্ড এজ পেনশন’ এর আওতায় সরাসরি নাম নথিভুক্ত হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপকদের। এবার থেকে ৬০ বছর হলে আর নতুন করে নাম নথিভুক্ত করতে হবে না।

আরো পড়ুন:– ATM কার্ড হারিয়ে গিয়েছে? ঘরে বসেই ব্লক করতে পারবেন, কিভাবে ? জেনে নিন

একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করলে ৬০ বছর বয়স হলে নিশ্চিন্তেই আপনার ‘ওল্ড এজ পেনশন’ প্রকল্পে নাম নথিভুক্ত হয়ে যাবে এবং ৬০ বছর বয়স থেকে আপনি ওল্ড এজ পেনশনের অনুদান একই ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৫০ হাজারের বেশি মহিলা উপকৃত হবে। আগামী বছর ২০২৫ থেকে এই নিয়ম কার্যকর করা হচ্ছে।

তাই আপনারা ২১ বছর হলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করুন, তাহলেই ৬০ বছর বয়স হলেই সরাসরি ‘ওল্ড ইজ পেনশন’ প্রকল্পে সুবিধা পেয়ে যাবেন। মহিলাদের লাইনে দাড়ানোর সমস্যা থেকে রক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত। বাংলা নিউস দুনিয়া-র সকল পাঠকগনদের Happy New Year 2025 এর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সকলের আগামীদিন শুভ হোক এই কামনার সঙ্গে আজকে এই পর্যন্ত।

আরো পড়ুন: আর নয় ওষুধ, চিকিৎসাবিজ্ঞানে এবার তাবিজেই হবে গর্ভনিরোধক ! ব্যাপারটা কি, জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন