লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বড় ঘোষণা, চিন্তা রইল না রাজ্যের মহিলাদের !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পের দরুন প্রতিমাসে ১০০০ থেকে ১২০০ টাকা সরাসরি ঢুকে যায় মহিলাদের অ্যাকাউন্টে। একবার নাম নথিভুক্ত করলেই ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত প্রতিমাসেই আর্থিক সাহায্য পাওয়া যাবে বলেই জানানো হয়েছিল এই প্রকল্পে। তবে এবার ফের একবার লক্ষীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

লক্ষীর ভান্ডার নিয়ে ফের বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুরুতে লক্ষীর ভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সাধারণ মহিলাদের ৫০০ টাকা ও তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের ১০০০ টাকা মাসিক ভাতা দেওয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে সেটা বাড়িয়ে ১০০০ টাকা ও ১২০০ টাকা করে দেয়া হয়েছে। এর ফলে মহিলাদের তরফ থেকে একটা বড় অংশ তাকে সমর্থন করেছেন লোকসভা ভোটে। যার ফলও মিলেছিল হাতে নাতে। তবে এই প্রকল্পে একটা সমস্যা ছিল। সেটা হল ৬০ বছর বয়স হলে টাকা পাওয়া বন্ধ হয়ে যেত।

এবার সেই সমস্যারও সমাধান করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে বয়স ৬০ বছর পেরোলেও বন্ধ হবে না লক্ষীর ভান্ডার। মৃত্যুর আগে পর্যন্ত প্রতিমাসে ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই এমন একটা ঘোষণায় দারুন খুশি মহিলারা। এখন আর ৬০ বছর হলে লক্ষীর ভান্ডারের টাকা বন্ধ হবে না আর কোথাও বার্ধক্য ভাতার জন্য আলাদা করে দৌড়াদৌড়িও করতে হবে না।

নতুন নাম নথিভুক্ত হবে লক্ষীর ভাণ্ডারে

ইতিমধ্যেই ২ কোটিরও বেশি মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন ও সুবিধা পাচ্ছেন। তবে এখনও বেশ কিছু মহিলার রয়েছেন যারা নাম নথিভুক্ত করে উঠতে পারেননি। আবার অনেকেই আবেদন করলেও কোনো ভুল ত্রুটির কারণে সেটা রিজেক্ট হয়ে গিয়েছিল। তাদের জন্য ফের একবার নাম নথিভুক্ত করার সুযোগ চালু হচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন