Bangla News Dunia, সারদা দে :- ভারতে করোনা সংক্রমণ কতটা ছড়াচ্ছে ,তার জন্য গুরুত্বপূর্ণ আগামী ৮-১০ দিন। লক ডাউনের মাধ্যমে ভারত কতটা সাফল্য পেলো করোনা সংক্রমণ রুখতে, কিংবা আদৌ পেলো কিনা তাও ঐসময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বলে বিশেষজ্ঞদের ধারণা। ৯০ শতাংশ ক্ষেত্রে আক্রান্তদের উপসর্গ দেখা দিচ্ছে ১০ দিন পরে।
[ আরো পড়ুন :- লক ডাউন পালন করাতে , পুলিশ প্রশাসনকে মানবিক হবার বার্তা মুখ্যমন্ত্রীর ]
এই ভাইরাস সংক্রমণের স্টেজ থ্রি তে প্রবেশ করেছে ভারত। দেশে শুরু হয়ে গেছে কমিউনিটি ট্রান্সমিশন। এখন সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই গোষ্ঠী সংক্রমণ রোখা । একবার গোষ্ঠী সংক্রমণ হলে তা আর আটকানো যাবে না। চিকিৎসকদের দাবি আগামী ৫-১০ দিন ভারতের জন্য সবচেয়ে ভয়াবহ হতে চলেছে। এছাড়া ভারত যে পদ্ধতিতে কোরোনার জন্য নমুনা সংগ্রহ করে তা পুরোনো হয়ে গেছে। নতুন ব্যবস্থা গ্রহণ না করলে ভারতের বিপদ বাড়তে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।