” লক ডাউন ” না মানায় দেশবাসীকে কি ম্যাসেজ দিলেন সচিন ! দেখুন ভিডিও

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জয় রায় :- করোনা ভাইরাসে ভারতে এখন পর্যন্ত ৫৬২ জন আক্রান্ত হয়েছেন ও ১০ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী সারা দেশে ২১ দিনের জন্য লক ডাউন ঘোষণা করেছেন। আর তা চলবে আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রী মোদী তার ঘোষণায় দেশবাসীকে  এই ২১ দিন কোনো দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোতে মানা করেন। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী ও বার বার সাধারণ মানুষকে ঘর থেকে বেরোতে মানা করেন।

কিন্তু জনতা কার্ফুর পর দিন থেকেই মানুষ বাড়ির বাইরে বেরোতে শুরু করে। প্রশাসনের মানা করা সত্বেও তারা শুনতে নারাজ। এই অবস্থায় বিভিন্ন জায়াগায় পুলিশকে সক্রিয় ভূমিকায় দেখা যায়।

[ আরো পড়ুন :- নাসা বলছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু ! তবে কি প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি ]

সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য আগেই অক্ষয় কুমার আবেদন জানিয়েছেন। এবার সেই খাতায় নাম লেখালেন সচিন। এই দিন সচিন তাঁর টুইটার একাউন্ট থেকে একটি ভিডিও টুইট করেন। তাতে তিনি বলেন , আমাদের সরকার ও দুনিয়ার প্রচুর স্বাস্থ বিশেষজ্ঞ আমাদের বলেছেন এই ভাইরাস থেকে বাঁচতে আমাদের ঘরে থাকতে , সামাজিক দূরত্ব বজায় রাখতে। কিন্তু প্রচুর মানুষ এখনো এই জিনিস টা কে গুরুত্ব দিচ্ছেন না। আমাদের জন্য যারা লড়াই করছে , যেমন ডাক্তার , নার্স ও অন্নান্ন সাস্থ কর্মী তাদের জন্য আমরা এই কাজটা করতেই পারি।

তিনি আরো বলে আমি ও আমরা পরিবার গত ১০ দিন ধরে আমাদের কোনো বন্ধুর সাথে দেখা করিনি এমনকি আগামী ২১ দিন ও তা করবোনা। আমরা এই ভাইরাস থেকে সারা দুনিয়াকে বাঁচাতে পারি শুধু নিজেদের বাড়িতে থেকে।

[ আরো পড়ুন :- গুদামে হামলা করে দুই গজরাজ মিলে ৩০ লিটার মদ খেয়ে নেশায় মগ্ন ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন