লক ডাউন বাড়ানোর পরিকল্পনা নেই কেন্দ্রের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News  Dunia, সারদা দে :- করোনা ভাইরাস রুখতে ২১ দিনের লক ডাউন বাড়ানোর কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের।কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা  জানিয়েছেন যে লক ডাউনের সময়সীমা বাড়ানোর যে  খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটি ভিত্তিহীন।

[ আরো পড়ুন :- ভবানীপুরের অভিজাত আবাসনে আগুন ]

করোনা  ভাইরাস  মোকাবিলায় ২৪ শে  মার্চ মঙ্গলবার থেকে জারি হয়েছিল লক ডাউন যা শেষ হওয়ার কথা ১৪ ওই এপ্রিল রাত  ১২ টার  সময়। কিন্তু   ২১ দিনের লক ডাউন জারি করা সত্ত্বেও কমানো যাচ্ছে না এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ১০২৪,এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। এই পরিস্থিতিতে জল্পনা ছিল  ২১ দিন শেষ হয়ে গেলে  বাড়তে পারে এর সময়সীমা। তবে এখন এটিকে গুজব বলেই উড়িয়ে দেওয়া হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রেস ইনফরমেশন  ব্যুরোর তরফ থেকেও একই ইঙ্গিত দেওয়া হয়েছে।  সংবাদ সংস্থা পিটি আই সূত্রেও  মিলেছে একই  খবর।

[ আরো পড়ুন :- লক ডাউনের মধ্যে ‘মন কি বাতে’ প্রধানমন্ত্রী ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন