লঞ্চের আগেই প্রকাশ্যে এল OPPO Reno 13 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন লঞ্চ ডেট

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 25 নভেম্বর OPPO Reno13 সিরিজ লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি প্রথমে চীনে লঞ্চ করা হবে, এরপর অন্যান্য দেশে পেশ করা হবে। এই সিরিজের অধীনে OPPO Reno 13 5G এবং OPPO Reno 13 Pro 5G স্মার্টফোনদুটি লঞ্চ করা হবে। এবার সম্প্রতি বেঞ্চমার্ক সাইট গীকবেঞ্চে ভ্যানিলা OPPO Reno 13 5G মডেলটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে লঞ্চের আগেই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা লিস্টিং সম্পর্কে।

OPPO Reno 13 5G এর গীকবেঞ্চ লিস্টিং

  • গীকবেঞ্চ সাইটে OPPO Reno 13 5G ফোনটি OPPO PKM110 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • বেঞ্চমার্কিং সাইটে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1256 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 3958 স্কোর পেয়েছে।
  • গীকবেঞ্চ সাইটে OPPO Reno 13 5G ফোনটি নতুন এবং অ্যাডভান্স অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লিস্টেড হয়েছে।
  • বেঞ্চমার্কিং সাইটে OPPO Reno 13 5G ফোনটি 12GB RAM সহ দেখা গেছে।
  • এই ফোনে বেস ফ্রিকোয়েন্সি 2.20 গীগাহার্টস সহ অক্টাকোর প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে।
  • গীকবেঞ্চের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনের সিপিইউ চারটি 2.20GHz, তিনটি 3.20GHz এবং একটি 3.35GHz কোর থাকবে।
  • বেঞ্চমার্কিং সাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO Reno 13 5G ফোনে MediaTek Dimensity 8300 প্রসেসর দেওয়া হবে।

OPPO Reno 13 Pro এর স্পেসিফিকেশন

    • 6.83″ Quad Curved Screen
    • MediaTek Dimensity 9300
    • 16GB RAM
    • 1TB Storage
    • 50MP Selfie Camera
    • 50MP+50MP+8MP Back Camera

প্রসেসর: সম্প্রতি লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OPPO Reno 13 Pro ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই চিপসেট 3.25 গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে পারে।

আরো পড়ুন:কলকাতাতেও বিষাক্ত বাতাস, দায়ী বিরিয়ানিও? পরিবেশবিদরা কি বলছেন, জানুন

স্টোরেজ: OPPO Reno 13 Pro ফোন 16জিবি RAM সহ পেশ করা হতে পারে। এই সিরিজের টপ মডেলে 1টিবি স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে। OPPO Reno 13 Pro ফোনের ভ্যানিলা মডেলে 12জিবি RAM + 256জিবি স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে।

ডিসপ্লে: লিকের মাধ্যমে জানা গেছে Reno 13 Pro ফোনটি 6.83 ইঞ্চির বড়ো স্ক্রিন সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিনে 1.5কে রেজোলিউশন থাকবে। এছাড়াও এই ফোনে কোয়ার্ড কার্ভ স্ক্রিন প্যানেল সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য আপকামিং ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে। এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর + 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স + 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Reno 13 Pro ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

ব্যাটারি: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা যায়নি, কিন্তু ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে OPPO Reno 13 Pro ফোনে 6,000এমএএইচ ব্যাটারি থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

ওয়াটারপ্রুফ ফোন: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য OPPO Reno 13 Pro ফোনটিতে আইপি69 রেটিং সহ দেওয়া হতে পারে। জানিয়ে রাখি কোম্পানি Reno 12 Pro ফোনটিকে IP65 রেটিং সহ পেশ করেছিল। তাই Reno 13 Pro ফোনে IP69 রেটিং থাকা একটি বড় আপগ্রেড বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন:– লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা পেতে নতুন নিয়ম, না জানলে সমস্যায় পড়বেন

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন