লটারি জিতে রাতারাতি কোটিপতি, ২০৮ জন ঢাকিকে নিয়ে শোভাযাত্রা করলেন নদিয়ার দিনমজুর

By Bangla news dunia Desk

Published on:

money happyness

 

Bangla News Dunia, দীনেশ :- নদিয়ার তেহট্টের বাসিন্দা পলাশ, পেশায় দিনমজুর। সম্প্রতি গা-ঢাকা দিয়েছিলেন তিনি। না কোনও অপরাধ করেননি, বরং লটারিতে জিতেছিলেন কোটি টাকা পুরস্কার। আর রাতারাতি এই বিপুল পরিমাণ লক্ষীলাভের খবর পেয়ে খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন, আর সেই ভয়েই গা-ঢাকা দিয়েছিলেন। এবার সেই লটারির টাকা হাতে পাওয়ার পর ফিরে এলেন বাড়িতে। আর ফিরেই আয়োজন করলেন কালীপুজোর। শুধু তাই নয়, ২০৮ জন ঢাকিকে বায়না করে এলাকায় শোভাযাত্রারও আয়োজন করলেন। পলাশের বক্তব্য, ‘‘সবই তাঁর ইচ্ছা। তিনি না চাইলে কার কী হত।’’

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

এদিনের পুজোয় ঢাক বাজানোর জন্য তিনি, মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনা থেকে ঢাকি আনিয়েছিলেন বলে জানা গিয়েছে। প্রায় ১০ হাজার মানুষকে খাওয়ানোরও ব্যাবস্থা করেছিলেন। পলাশের এই লটারি জেতায় শনিবার যেন উৎসবের মেজাজে ছিল গোটা এলাকা। এই পুজোর শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।

তবে হঠাৎ এত টাকা জেতার খবর পেয়ে প্রথমে বেশ ঘাবড়েই গিয়েছিলেন বলে জানিয়েছেন পলাশ। সেই ভয়ে কিছুদিন বাড়ির বাইরেও ছিলেন। তিনি বলেন, ‘‘প্রতি দিন ১০০ থেকে ২০০ টাকা আয় করতে আমার মাথার ঘাম পায়ে পড়ে যায়। সেখানে মায়ের ইচ্ছায় আজ এক কোটি টাকা পেয়েছি! তাই মনে হল, এলাকার সমস্ত ঢাকিকে নিয়ে একটা পুজোর আয়োজন করি। সব তাঁর ইচ্ছায় হয়ে গেল।’’

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন