লতা মঙ্গেশকরকে সামনে রেখে ১৪৩৬-এ বৃদ্ধের ঝুলিতে অনবদ্য স্বীকৃতি, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লতা মঙ্গেশকরের কাছে তিনি গিয়েছিলেন। খুব ইচ্ছে ছিল সাক্ষাতের। তবে সাক্ষাৎ হয়নি। তিনি তাঁর সৃষ্টি লতা মঙ্গেশকরের সেক্রেটারির হাতে দেন। চেয়েছিলেন একটা সই তার ওপর করে দিন গায়িকা।

যদিও গায়িকা সেক্রেটারির মাধ্যমে জানিয়ে দেন তিনি সই করবেননা। কারণ তাতে ওই ব্যক্তির সৃষ্টির সৌন্দর্য নষ্ট হবে। তারপর থেকে বৃদ্ধ রামকৃপাল নামদেব আর গায়িকার সঙ্গে দেখা করার চেষ্টা করেননি। তবে তাঁর কণ্ঠকে সম্মান জানিয়ে গেছেন চিরকাল।

লতা মঙ্গেশকরের গানে তিনি এতটাই বিমোহিত ছিলেন যে একজন অপেশাদার চিত্রকর হয়েও তিনি একের পর এক গায়িকার ছবি এঁকে গেছেন। এমনই এক ছবি নিয়ে গায়িকার কাছে গিয়েছিলেন তিনি।

তাঁর সঙ্গে দেখা করা বা সই করার পথে না গেলেও সেদিন গায়িকা কিন্তু রামকৃপালের আঁকা ছবির তারিফ করেছিলেন। সেক্রেটারিকে দিয়ে সেকথা বলেও পাঠান। এটাই রামকৃপালের কাছে অনেক বড় পাওনা হয়ে থেকে গিয়েছিল।

আরও পড়ুন:- ১০ সেকেন্ডের একটা ব্যায়ামই সারিয়ে দেবে শিরদাঁড়া থেকে কোমরের ব্যথা

এবার তিনি গায়িকার এক বিশাল ছবি তৈরি করেছেন। যে ছবির মধ্যে জায়গা পেয়েছে তাঁর আঁকা গায়িকার ১ হাজার ৪৩৬টি ছবি। যা এবার জায়গা পেল লিমকা বুক অফ রেকর্ডস-এ।

এছাড়া এশিয়া বুক এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এও জায়গা পেয়েছে রামকৃপালের এই অনবদ্য সৃষ্টি। জব্বলপুরের বাসিন্দা রামকৃপাল নামদেব এই স্বীকৃতি পেয়ে আপ্লুত।

একজন অপেশাদার চিত্রকর হয়েও তাঁর আঁকা লতা মঙ্গেশকরের বিভিন্ন মুহুর্তের ছবি চিত্র লতিকা নাম দিয়ে সিরিজ আকারে প্রদর্শিত হয়েছে মুম্বইয়ের জাহাঙ্গীর আর্ট গ্যালারি, দিল্লির ললিত কলা অ্যাকাডেমি সহ প্রথমসারির কলা ক্ষেত্রে।

আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন