Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দাবানলে প্রাণ গেল কমপক্ষে 10 জনের । শুধু তাই নয় লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ আগুনে কমপক্ষে দশ হাজার বাড়ি পুড়ে গিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । সংবাদসংস্থা এপি জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে পরিস্থিতি নতুন করে খারাপ হতে শুরু করেছে । নতুন করে প্রায় 3.2 কিলোমিটার এলাকায় আগুন লেগেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ।
নতুন করে পরিস্থিতির অবনিত হতে শুরু করে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে । সান ফার্নান্দো উপত্যকায় আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায় । সেখান থেকে মাত্র দু’মাইল দূরে একটি স্কুল আছে । সেখানেই অনেকে আশ্রয় নিয়েছেন । এই আগুনের খবর পৌঁছতেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন । তবে তৈরি ছিল দমকল বাহিনীও । আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 400 দমকলকর্মীকে কাজে লাগানো হয় । আগুন ততক্ষণে অবশ্য সান ফার্নান্দো উপত্যকা ছেড়ে ভেঞ্চুরা এলাকায় ছড়িয়েছে ।
আরও পড়ুন:– QR কোড ফেলতে পারে প্রতারণার খপ্পরে, সাবধান থাকতে কি করবেন? জেনে রাখুন
এই ঘটনার কয়েক ঘণ্টা আগে কেনথ শহরে আগুন নিয়ন্ত্রণে আনতে খানিকটা হলেও সাফল্য পায় দমকল বাহিনী । সেখানকার বেশ কয়েকটি এলাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । আর এই ব্যাপারে দমকলকর্মীদের সাহায্য করেছে আবহাওয়া । হাওয়ার গতি কম থাকায় আগুন এক জায়গা থেকে অন্যত্র ছড়াতে পারেনি । তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অনেকটাই সহজ হয়েছে ।
এদিকে, লস অ্যাঞ্জেলেসের অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই একাধিক তারকার বাড়ি ৷ এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। আচমকা দাবানলে পুড়ে ছাই স্বপ্নের বাড়ি ৷ সোশাল মিডিয়ায় হাহাকার তারকাদের ৷ লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী প্রিয়াঙ্কা চোপড়াও সোশাল মিডিয়ায় এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ৷
আরও পড়ুন:– বুদ্ধি কম থাকলে কি কেউ মা হতে পারবে না? কেন এমন প্রশ্ন তুলল বম্বে হাইকোর্ট ?
আরও পড়ুন:– ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে আত্মসাৎ 100 কোটি, জানতে বিস্তারিত পড়ুন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025