Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতবর্ষের জনসাধারণের কাছে প্যান কার্ড (Pan Card) ভীষণ গুরুত্বপূর্ণ একটি নথি। প্রায় সর্বত্র এই নথি প্রয়োজন হয়। তবে সম্প্রতি সরকার এই প্যান কার্ড নিয়ে জরুরি সিদ্ধান্ত নিয়েছে। যা ঘোষণা করা হলো বছরের শুরুতেই। তাই আপনারা যারা প্যান কার্ডের নিয়ম (Pan Card Rule) না জেনে থাকেন তাঁরা আজকের এই প্রতিবেদন পড়ে নেবেন। আপনাদের সুবিধার্থে সব তথ্য তুলে ধরা হলো।
Pan Card New Rule By Government
কেন্দ্রীয় সরকার সম্প্রতি নিয়েছে এক গুরুত্বপুর্ণ পদক্ষেপ। ভারতের আর্থিক ব্যবস্থাকে আরও উন্নত আর ডিজিটাল করার জন্য সম্প্রতি চালু করেছে PAN 2.0 প্রকল্পটি। আর এই প্রকল্পের অধীনে এবার নতুন প্রযুক্তির সাহায্যে ব্যবহার করা হবে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর। যা প্যান সিস্টেমকে আরও বেশি করে উন্নত এবং সুরক্ষিত করতে সাহায্য করবে।
এই নিয়মের অধীনে, একজন ভারতবাসীর প্যান -কে আধার এবং অন্যান্য সব ডিজিটাল পরিচয় ব্যবস্থার সাথে নয়া পদ্ধতিতে এক করা হবে। এই প্রকল্পটি সরকার শুরু করছে মোট ১৪৩৫ কোটি টাকা ব্যয়ে। আর এই উদ্যোগের সাহায্যে বিভিন্ন আর্থিক লেনদেন করাও অনেক বেশি সহজ হবে।
তবে, ভারতবাসীদের জানানো হচ্ছে আপনারা PAN 2.0 নেওয়ার আগে, আপনারা অবশ্যই প্যান কার্ডে আপনার পুরনো ছবিগুলি আপডেট (Pan Card Update) করে নিন। আপনারা নিশ্চয়ই জানেন যে, প্যান কার্ডগুলি এখন আধার এবং রেশন কার্ডের মতোই গুরুত্বপূর্ণ। অতএব প্যান কার্ড আপডেট সম্পর্কিত তথ্যগুলি মেনে চলা জরুরী। ভারতের আয়কর বিভাগ এই প্যান কার্ডগুলি ইস্যু করে। তাই প্যান কার্ডের মাধ্যমে একজন ব্যক্তির আর্থিক লেনদেন এবং কর-সম্পর্কিত কার্যকলাপ সহজেই ট্র্যাক করা যায়। তাই যদি আপনার প্যান কার্ডে ছবি ঝাপসা হয় আর আপনি সেটিকে পরিবর্তন করতে চান, তাহলে অনলাইনে ধাপে ধাপে সেই প্রক্রিয়া সম্পন্ন করে নিন।
আপনি যদি এই প্রক্রিয়াটি করেন তাহলে এর জন্য আপনার খরচ হবে ১০১ টাকা। আর অর্থ প্রদানের পর আপনি পাবেন একটি ১৫-সংখ্যার নম্বর। যখন অনলাইন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়ে যাবে তখন আপনি আবেদনপত্রটি প্রিন্ট করে পাঠিয়ে দিন আয়কর প্যান পরিষেবা ইউনিটে।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
অনলাইনে প্যান কার্ডের ছবি কীভাবে পরিবর্তন করবেন?
- প্রথমে আপনাকে ভিজিট করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে।
- এরপর আপনার বিদ্যমান প্যান ডেটা পরিবর্তন বা সংশোধন করার বিকল্পটি নির্বাচন করে নিন।
- এবার ক্যাটাগরি মেনু থেকে নির্বাচন করতে হবে “Private” বিকল্পটি। প্রয়োজনীয় সমস্ত বিবরণ পূরণ করুন এবং জমা দিন।
- এরপর, আপনি যান প্যান আবেদনে। আর তারপর নির্বাচন করুন KYC বিকল্পটি।
- এরপরের ধাপে আপনি “photo mismatch” বিকল্প খুঁজে নিয়ে ক্লিক করুন।
- আপনার বাবার এবং মায়ের নাম লিখুন তারপর ক্লিক করুন Next অপশনে।
- এরপর এর সঙ্গে যুক্ত করে নিন আপনার পরিচয় প্রমাণ, ঠিকানার প্রমাণ এবং জন্ম তারিখ।
- তারপর ‘Submit’ করে দিন। আপনার ছবি আপডেট হয়ে যাবে।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025