Bangla News Dunia, দীনেশ :- টেলিকম পরিষেবায় এবার বড় চমক দিল ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL। বেসরকারি টেলিকম সংস্থাগুলির মত উচ্চমূল্যের প্ল্যান নয়, বরং অনেক অনেক কম খরচে আরো উন্নত পরিষেবা দিতে স্কাইপ্রো (Skypro)-এর সঙ্গে হাত মিলিয়ে BSNL এবার নিয়ে আসলো নতুন IPTV পরিষেবা। আর এই পরিষেবার সবথেকে বড় বৈশিষ্ট্য হল সেট টপ বক্স ছাড়াই ৫০০টিরও বেশি টিভি চ্যানেল পাওয়ার সুবিধা।
স্কাইপ্রোর সহযোগিতায় BSNL-এর নতুন উদ্যোগ
টেলিকম জগতে এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়ার (VI) মধ্যে সংস্থাগুলি যখন তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে তখন BSNL-এর এই পদক্ষেপ গ্রাহকদের জন্য দারুন বিকল্প হতে চলেছে।
BSNL-এর নতুন পরিষেবার মাধ্যমে গ্রাহকরা স্মার্ট টিভি দ্বারা সরাসরি ৫০০টি HD লাইভ টিভি চ্যানেল দেখতে পারবে। এছাড়াও ২০ টির বেশি OTT প্ল্যাটফর্ম, যেমন- Netflix, Amazon Prime Video, Disney+ Hotstar সমস্ত কিছুর বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে। তাই এটা গ্রাহকদের জন্য দুর্দান্ত সুবিধা হতে চলেছে।
আরো পড়ুন :- এ দেশে রাস্তায় গাড়ি থামালে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা, জানুন আজব আইন সম্পর্কে
কেন এই পরিষেবা গুরুত্বপূর্ণ?
BSNL-এর এই পরিসেবা জনপ্রিয়তা লাভ করার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। সেগুলি হল-
সেট টপ বক্সের প্রয়োজন নেই- BSNL-এর এই IPTV পরিষেবা ব্যবহার করতে আলাদা করে কোনরকম সেট টপ বক্সের দরকার হবে না।
উন্নত ইন্টারনেট পরিষেবা- এই পরিষেবা শুধুমাত্র বিনোদন নয়, BSNL ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের জন্য দুর্দান্ত ইন্টারনেট পরিষেবা সরবরাহ করবে।
জনপ্রিয় চ্যানেলের সহজে এক্সেস- গ্রাহকরা এই পরিষেবার মাধ্যমে কালার্স, জি, স্টার, স্পোর্টস চ্যানেল সহ জনপ্রিয় অনেক চ্যানেল সহজেই এক্সেস করতে পারবে। এছাড়া বিভিন্ন OTT প্লাটফর্মের অ্যাক্সেস বিনামূল্যে পাওয়া যাবে।
আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী
কোথায় শুরু হচ্ছে এই পরিষেবা?
BSNL-এর পাঞ্জাব সার্কেলের CGM সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “গত ২৮ নভেম্বর আমাদের নতুন ইন্টারনেট টিভি পরিষেবা CMD রবার্ট রবি জি-এর হাত ধরে চালু হয়েছে। বর্তমানে চণ্ডীগড়ে এই পরিষেবার পরীক্ষা চলছে।”
তবে প্রাথমিকভাবে এই পরিষেবার ৮ হাজার গ্রাহক রয়েছে এবং সংস্থার পরিকল্পনা অনুযায়ী এটি আন্তর্জাতিক স্তরে গোটা দেশে সম্প্রচারিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
গ্রাহকদের জন্য সুবিধা
BSNL-এর এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন সুবিধা পাবেন। সেগুলি হল-
- কম খরচে উন্নত পরিষেবা পাওয়া যাবে,
- স্মার্ট টিভিতে সরাসরি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে,
- উচ্চগতির ইন্টারনেট পাওয়া যাবে,
- একাধিক OTT প্লাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে।
তাই BSNL-এর এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে বেসরকারি টেলিকম সংস্থাগুলির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা খুবই উপকৃত হবেন এটাই আশা করা যাচ্ছে।