Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কোনও লিঙ্কে ক্লিক করতে হবে না। কোনও কোড স্ক্যানও করতে হবে না। তা সত্ত্বেও আপনার ফোন চলে যাবে হ্যাকারদের দখলে। এমনই আধুনিক হ্যাকিং সফটঅয়্যার এসেছে বাজারে। আর এই সাবধানবাণী শোনাল হোয়াটসঅ্যাপ। এই মেসেজ সার্ভিস অ্যাপ ব্যবহারকারীদের জন্য এমন সতর্কবার্তা দিয়েছে সংস্থা। অন্তত ২৪ টি দেশের ১০০ জন ব্যবহারকারী এমন হ্যাকিংয়ের পাল্লায় পড়েছেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, এই হ্যাকিংয়ের পিছনে রয়েছে ইজ়রায়েলের সংস্থা প্যারাগন সলিউশনের তৈরি একটি স্পাইওয়্যার। সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মূলত সাংবাদিক এবং নাগরিক আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিদের টার্গেট করে তাঁদের ফোনে ব্যবহার করা হয়েছে এই স্পাইওয়্যার। মনে করা হচ্ছে কোনও সরকারি এজেন্সির হাতেই এই স্পাইওয়্যার ব্যবহৃত হচ্ছে।
এই ধরনের হ্যাকিংকে জিরো ক্লিক হ্যাক বলে অভিহিত করা হচ্ছে। ফোনে কোনওরকম লিঙ্ক বা অ্যাটাচমেন্ট এলে, তাতে ক্লিক করলে স্পাইওয়্যার ইনস্টল হয়ে যায় ফোনে। তাহলেই সেই ফোন চলে যায় হ্যাকারদের কবলে। সেই কারণেই কোনওরকম সন্দেহজনক লিঙ্কে ক্লিক করতে বারণ করা হয় সচেতনতা বার্তায়। নতুন যে পদ্ধতির কথা হোয়াটসঅ্যাপের তরফে বলা হচ্ছে তাতে কোনওরকম লিঙ্কে ক্লিকই করতে হচ্ছে না। ক্লিক ছাড়াই এনক্রিপ্টেড মেসেজ থেকে শুরু করে ফোনের সব কিছুই চলে যাচ্ছে হ্যাকারদের কবলে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে এখনও পর্যন্ত ৯০ জন এই হ্যাকিংয়ের কবলে পড়েছেন। যদিও তাঁদের পরিচয় সামনে আনেনি হোয়াটসঅ্যাপ। ডিসেম্বরে প্রথম এই ঘটনার কথা সামনে আসে। তখন থেকেই বিষয়টি নিয়ে কাজ করতে শুরু করে হোয়াটসঅ্যাপ। কিন্তু কী ভাবে হ্যাকিংয়ের সূত্র ধরে ইজ়রায়েলের সংস্থা পর্যন্ত হোয়াটস্অ্যাপ পৌঁছতে পেরেছে তা খোলসা করেনি তারা।
রয়টার্সকে হোয়াটস্অ্যাপের তরফে এক মুখপাত্র জানিয়েছেন, মেসেজিং প্ল্যাটফর্মের গোপনীয়তা বজার রাখার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইজ়রায়েলের ওই সংস্থাকে চিঠিও পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। এই বিষয়টি নিয়ে মুখ খোলেনি ওই সংস্থা।
কয়েকবছর আগে ভারত-সহ সারা বিশ্বের আলোচনার কেন্দ্রে এসেছিল পেগাসাস স্পাইঅয়্যার। সেখানেও ইজ়রায়েলের নাম জড়িয়েছিল। ফোনে বেআইনি ভাবে নজরদারির জন্য এটি ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। ভারতের সংসদেও এই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল।
আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন
আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত