লিস্টিংয়েই দাম বাড়ল ৩৩%, দারুণ সফল এই সংস্থার IPO

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাবস্ক্রিপশনের সময় লগ্নিকারীদের উৎসাহ ছিল চরমে। গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি থেকেই ইঙ্গিত মিলেছিল দামবৃদ্ধির। সেই প্রত্যাশা ছাপিয়ে স্টক মার্কেটে লিস্টিংয়ে দাম বাড়ল স্ট্যালিয়ন ইন্ডিয়া ফ্লুরোকেমিক্যালস লিমিটেডের। নেতাজির জন্মজয়ন্তীর দিন এই সংস্থার লিস্টিং হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। ইস্যু প্রাইসের থেকে ৩৩.৩৩ শতাংশ বেশি দাম শেয়ার বাজারে নাম নথিভুক্ত করতে সমর্থ হয়েছে এই সংস্থা। লিস্টিংয়ের পর আরও ৫ শতাংশ দাম বেড়েছে।

স্ট্যালিয়ন ইন্ডিয়া ফ্লুরোকেমিক্যালসের ইস্যু প্রাইস ছিল ৯০ টাকা। বুধবার বিএসই এবং এনএসই-তে ১২০ টাকায় লিস্টিং হয় এই সংস্থার। লিস্টিংয়েই ৩০ টাকা বেশি দাম বেড়েছে। পরে এই দাম পৌঁছে যায় ১২৬ টাকায়।

আরও পড়ুন:– হাওড়ার রাবার পার্কে দেড় হাজার কোটি টাকার লগ্নির আশা, হবে ১০০০০ কর্মসংস্থান

১৬ জানুয়ারি থেকে সাবস্ক্রিপশন শুরু হয়েছিল এই সংস্থার আইপিও-র। আইপিও-র মাধ্যমে ১.৫৫ লক্ষ শেয়ার বাজারে ছেড়েছিল এই সংস্থা। তা কিনতে আবেদন জমা পড়েছিল ১৮৮ গুণ। এর থেকেই বোঝা যায়, এই সংস্থার শেয়ারের অংশীদার হতে কতটা আগ্রহী ছিলেন লগ্নিকারীরা। এই আইপিও-র মাধ্যমে বাজার থেকে ১৯৯ কোটি ৪৫ লক্ষ টাকা তুলেছে স্ট্যালিয়ন ইন্ডিয়া। এর মধ্যে ফ্রেস শেয়ার ইস্যুর মাধ্যমে উঠে এসেছে ১৬০ কোটি ৭৩ লক্ষ টাকা এবং অফার ফর সেলের মাধ্যমে উঠেছে ৩৮ কোটি ৭২ লক্ষ টাকা। সেই সব শেয়ারের অ্যালটমেন্টও সম্পূর্ণ হয়েছে। আইপিও প্রক্রিয়া সম্পূর্ণ করে শেয়ার বাজারে পা রাখার দিনই দুরন্ত সাফল্য পেল এই সংস্থা।

স্ট্যালিয়ন ইন্ডিয়া ফ্লুরোকেমিক্যালস লিমিটেড বিভিন্ন রকমের রাসায়নিক গ্যাস তৈরি করে। ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত গ্যাস তৈরির পাশাপাশি ফ্রিজ ও এসি-তে ব্যবহৃত গ্যাসও তৈরি করে এই সংস্থা। মহারাষ্ট্রের খালাপুর এবং পানভেল, রাজস্থানের আলওয়ার এবং হরিয়ানার গুরুগ্রামে রয়েছে এ সংস্থার প্ল্যান্ট। এ বার অন্ধ্রপ্রদেশেও প্ল্যান্ট খোলার পরিকল্পনা রয়েছে এই সংস্থার।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল

আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন