লোকসভায় ফের মহুয়া-বিজেপি দ্বৈরথ ! কড়া ব্যবস্থার হুঁশিয়ারি রিজিজুর, পালটা দিলেন কৃষ্ণনগরের সাংসদ

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ফের মহুয়া মৈত্র-বিজেপি দ্বৈরথে উত্তপ্ত লোকসভা। শুক্রবার ভারতীয় সংবিধানের ৭৫ বছর নিয়ে লোকসভায় বিতর্কে অংশ নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেন মহুয়া।(Mahua Moitra)। তিনি জানান, বিজেপি সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করতে চাইছে। প্রতিবাদী কন্ঠকেও তারা স্তব্ধ করে দিতে চায়। এই প্রসঙ্গেই ২০১৪ সালে বিশেষ সিবিআই আদালতের বিচারক ব্রিজভূষণ লোয়ার রহস্যজনক মৃত্যুর কথা উল্লেখ করেন মহুয়া।  ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেন, ‘সময়ের আগেই চলে যেতে হয়েছে বিচারপতি লোয়াকে৷’

আরো পড়ুন :- ডিজিটাল গ্রেফতারির ভয়ে কাঁপছে বিশ্ব, সাইবার বিশেষজ্ঞের থেকে বাঁচার সহজ উপায় জেনে নিন

উল্লেখ্য এই ব্রিজভূষণ লোয়ার এজলাসেই চলছিল সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলা। যেখানে অমিত শা অভিযুক্ত ছিলেন। পাশাপাশি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজোয় প্রধানমন্ত্রীর যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন মহুয়া। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে ট্রেজারি বেঞ্চ। সরব হন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। দু-দুবার লোকসভা মুলতুবি করে দেওয়া হয়। বিজেপি সাংসদরা সম্মিলিত ভাবে অভিযোগ করতে থাকেন, সুপ্রিম কোর্ট সব অভিযোগ খারিজ করে দেওয়ার পরেও কেন বিচারপতি লোয়ার মৃত্যুর প্রসঙ্গে সংসদে টেনে আনলেন মহুয়া?

আরো পড়ুন :- সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ, আরও জানতে পড়ুন…..

একই অভিযোগ করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুও৷ তিনি বলেন, ”সংসদের নিয়ম অনুযায়ী আমরা উপযুক্ত পদক্ষেপ করব৷ আপনি খুবই খারাপ নজির তৈরি করছেন৷ এর থেকে আপনি রেহাই পাবেন না৷’ মহুয়ার বিরুদ্ধে তোলা অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়ে দেন স্পিকার ওম বিড়লাও। কিন্তু তাতে দমে যাননি মহুয়া, বরং তিনি সাফ জানিয়েছেন, তাঁকে থ্রেট করেছেন কিরেণ রিজিজু। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমাকে হুমকি দেওয়ার জন্য কিরেণ রিজিজুর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে৷ আমার নয়, কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যই সংসদের রেকর্ড থেকে মুছে ফেলা উচিত৷’

আরো পড়ুন :- Big News : মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকা দখল বিদ্রোহীদের, ভয়ে কাঁটা ইউনূস সরকার

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন