Bangla News Dunia , পল্লব : ২০২৪ লোকসভা ভোটের আগেই ফের ‘রামবাণ’ হাতে পেতে চলেছে বিজেপি। ২০২৪ সালের ১ জানুয়ারি খুলে যাবে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির। ত্রিপুরায় এক জনসভায় এমনটাই ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগেই এমন ইঙ্গিত দিয়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। শাহর ঘোষণার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেল লোকসভা নির্বাচনে ফের রাম রাজনীতির সুবর্ণ সুযোগ পেয়ে যেতে চলেছে গেরুয়া শিবির।
আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের
রাম মন্দির প্রসঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসকে দুষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিক জয়গানও গেয়েছেন শাহ। তাঁর কথায়, ”কংগ্রেস রাম মন্দির নির্মাণে বাধা দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দিরের নির্মাণকাজ শুরু করে দেন।” আগে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছিল, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হবে।
আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?
২০২৪ সালের জানুয়ারিতে মকর সংক্রান্তির সময় রামলালার মূর্তি স্থাপন করা হবে মন্দিরে। রামলালার মূর্তিটি এখন অস্থায়ী মন্দিরে রাখা আছে। সেখানেই সেটির পুজো করা হয়। মূর্তি মূল মন্দিরে স্থাপন করার পরই সেটা সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের রায়েই। ২০১৯ সালের নভেম্বরে এক ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়ে দেয়, অযোধ্যার ওই বিতর্কিত নির্মাণ ভেঙে সেখানে রাম মন্দিরই তৈরি হবে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭
আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !