Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অভিনেতা মুস্তাক মহম্মদ খান এবং কমেডিয়ান সুনীল পালের অপহরণের ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। শুধু এই দুই তারকা নয়, অপহরণকারীদের নজর ছিল বলিউড তারকা শক্তি কাপুরের উপরেও। বড় পর্দার এই বিখ্যাত ‘খলনায়ক’-কে একটি অনুষ্ঠানে ডেকে তাঁকে অপহরণ করার ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু তা বানচাল হয়ে যায়।
গত ২০ নভেম্বর অভিনেতা মুস্তাক মহম্মদ খান এবং ২ ডিসেম্বর কমেডিয়ান সুনীল পালকে অপহরণ করা হয়েছিল। বলিউডের দুই সেলেবকে উদ্ধার করে পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা জানার জন্য তদন্তও শুরু হয়।
মুস্তাক মহম্মদ খানের এজেন্ট শিবম যাদব অভিযোগ করেন, মিরাটে প্রবীণ নাগরিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেতাকে। ১৫ অক্টোবর রাহুল সাইনি এর জন্য তাঁকে ২৫ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন এবং একটি বিমানের টিকিটও দেন। গত ২০ নভেম্বর তিনি দিল্লি বিমানবন্দরে নামার পর মুস্তাককে এক গাড়ি চালক মিরাট এবং দিল্লির মধ্যে একটি বিখ্যাত দোকানে নিয়ে যায়। এর পর তাঁকে জোর করে অন্য একটি গাড়িতে তোলা হয় এবং মুক্তিপণের জন্য মোটা টাকা চাওয়া হয়েছিল।
আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো?
২২ নভেম্বর ভোর ৪টে নাগাদ তিনি কোনওমতে সেখান থেকে পালিয়ে এক মসজিদে আশ্রয় নেন এবং পরিবারকে ফোন করেন।
একই কায়দায় অপহরণ করা হয়েছিল কমেডিয়ান সুনীল পালকেও। ২ ডিসেম্বর মিরাটের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। ২ ডিসেম্বর মিরাট-হরিদ্বার হাইওয়ের পাশে একটি ধাবা থেকে তাঁকে অপহরণ করা হয় এবং ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮ লক্ষ টাকা ট্রান্সফার করার পরে ৩ ডিসেম্বর সন্ধ্যায় তাঁকে মিরাটে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি গ্যাং অভিনেতাদের অপহরণ করে মুক্তিপণ নিত। প্রথমে তাঁদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হতো। দেওয়া হত অ্যাডভান্সও। তার পর তাঁরা নির্ধারিত জায়গায় পৌঁছলে তাঁদের অপহরণ করা হতো। তদন্তে পুলিশ জানতে পারে, এই গ্যাংয়ের নজর ছিল শক্তি কাপুরের উপরেও। এই ধরনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শক্তি কাপুরকে ৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফাঁদ পেতেছিল প্রতারকরা। কিন্তু এই অভিনেতা অগ্রিম বাবদ মোটা টাকা চেয়েছিলেন, যা এই প্রতারকরা দিতে পারেনি। আর সেই কারণে শক্তি কাপুরকে অপহরণের ছক বানচাল হয়ে যায়।
কমেডিয়ান সুনীল পালকে অপহরণের ঘটনায় সোমবার মিরাট থেকে অর্জুন নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও গ্রেপ্তারের পর পালানোর চেষ্টা করে সে। পুলিশকে আক্রমণ করলে পাল্টা গুলি চালান তদন্তকারীরা। গুলিবিদ্ধ অবস্থায় অর্জুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই চক্রে কে বা কারা যুক্ত? খতিয়ে দেখছে পুলিশ।