শনির দশা কাটছেই না ইস্টবেঙ্গলের, ফের গুঁড়িয়ে দিল মোহনবাগান !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : শুরুটা হয়েছিল রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের অনূর্ধ্ব-15 টুর্নামেন্টের হাত ধরে। তারপর বহু প্রতীক্ষিত ডার্বি জয় এবং সবশেষে অনূর্ধ্ব-17 ইউথ লিগে মশালের আগুন নিভিয়ে জয়ের হ্যাটট্রিকে পা গলালো মোহনবাগান। সেই সাথে শনিবারের ডার্বির স্মৃতি উসকে গেল লাল হলুদ শিবিরে।

আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….

আদিত্য মন্ডলের গোলে উড়লো সবুজ মেরুন পতাকা

গুয়াহাটির ময়দানে ইস্টবেঙ্গলের (East Bengal Fc) ছেলেদের নাকানি-চোবানি খাইয়ে হাই ভোল্টেজ ডার্বি পকেটে পুড়েছিল মোহনবাগান। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই ইউথ লিগের অনূর্ধ-17-র ম্যাচে পা বাড়ায় বাগানের ছোটরা। প্রতিপক্ষ সেই ইস্টবেঙ্গল। এদিন ঘরের মাঠেই লাল হলুদের পথের কাঁটা হয়ে উঠেছিল গঙ্গা পাড়ের দল। প্রথমার্ধের শুরুটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে গেলেও বাকি 45 মিনিটে ম্যাচ ঘুরেছিল বাগানের দিকেই।

ম্যাচটা ছোটদের হলেও উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। এদিন বুকের বাঁদিকে থাকা আবেগকে সঙ্গী করে দুই চির প্রতিদ্বন্দ্বী দলের খেলা উপভোগ করতে হাজির হয়েছিলেন অসংখ্য সমর্থক। তবে তাঁদের উপস্থিতিকে এক ফোঁটাও বিফলে যেতে দননি দুই দলের কেউই। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ম্যাচ দ্বিতীয়ার্ধে গড়াতেই মাঠ দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যায় মোহনবাগানের ছোটরা।

তখনও গোলের তাগিদে হন্যে হয়ে পড়ে রয়েছে লাল হলুদ। বাগানের ছেলেরাও 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। এভাবেই আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা যখন 77 মিনিটে পদার্পণ করেছে ঠিক সেই মোক্ষম সময়ে মোহনবাগানের হয়ে জয়সূচক গোল করেন আদিত্য মন্ডল। আদিত্যর এই গোল হজম করে ম্যাচের অন্তিম পর্ব পর্যন্ত পাল্টা কিছুই ফেরত দিতে পারেনি ইস্টবেঙ্গল। যার জেরে শনিবারের ডার্বির স্মৃতি উসকে 1-0 ব্যবধানে ছোটদের ডার্বিও জিতে যায় মোহনবাগান। আর এভাবেই, বছর শুরুর 15 দিনের মধ্যেই 3টি ডার্বি ঘরে তুলেছে গঙ্গা পাড়ের ক্লাব।

মোহনবাগানের সাফল্য

2025 সালের শুরুটা জয়ের মুখ দেখেই করেছিল মোহনবাগান। প্রথম 11 জানুয়ারি রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের অনূর্ধ্ব-15 টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে বাগানকে জিতিয়েছিল রাজদীপ পালের জোড়া গোল। এদিন রাজদীপের পায়ে ভর করে 2-1 ব্যবধানে শুভারম্ভ করেছিল সবুজ মেরুন। একপ্রকার সমগোত্রীয় ঘটনার সাক্ষী থেকেছে বড়দের ISL ডার্বিও। শনিবার দীর্ঘ জল্পনা কাটিয়ে গুয়াহাটির মাঠে ইস্টবেঙ্গলকে লাল চোখ দেখিয়ে মোহনবাগানের জয় সুনিশ্চিত করেছেন জেমি ম্যাকলারেন।

আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন