শহরের বিভিন্ন এলাকায় হেলে রয়েছে বাড়ি, বাঘাযতীনের পর একে একে আসছে প্রকাশ্যে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাঘাযতীনের পরে পানিহাটি ও কামারহাটি পুরসভার বাড়ি হেলে পড়ে । পরবর্তী সময়ে কলকাতার ট্যাংরা, তপসিয়া, বিধান নগরের বাগুইআটি , চৌরঙ্গী রোড থেকে এন্টালি, বেদিয়াডাঙা থেকে ক্যামাকস্ট্রিটে একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনা প্রকাশ্যে আসছে ।

শনিবার দেখা যায়, 90/1/2 চৌরঙ্গি রোডে 71 নম্বর ওয়ার্ডে 6 তলা বাড়ি হেলে পড়েছে পাশের একটি নতুন বাড়ির উপর । 50 বছরের পুরনো বাড়ি । এই বাড়িতে 6টা পরিবার আছে । নীচতলায় চলছে অফিস । উপরেরগুলিতে থাকেন আবাসিক । মাস ছয় আগেও পুরনিগম গিয়ে বাড়িটি ভাঙার নোটিশ দেয় । তবে আদালতে মামলা চলায় সেই ভাঙার কাজ করে উঠতে পারছে না কলকাতা পুরনিগম । তবে এই বাড়ি যে বিপজ্জনক সেকথা জানিয়ে তারা বোর্ড টাঙিয়ে দিয়েছে ।

আরও পড়ুন:– কোন ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়া সুবিধাজনক? প্রসেসিং চার্জ কার বেশি? রইল তালিকা

ETV BHARAT

হেলে রয়েছে বাড়ি (নিজস্ব চিত্র)

55 নম্বর ওয়ার্ডের এন্টালি এলাকার ছাতুবাবু লেনে চার তলা বাড়ি ডান দিকের বাড়ির গায়ে হেলে পড়েছে । ওই বাড়়িটি 10 বছরের পুরনো । 67 নম্বর ওয়ার্ড এলাকায় যে বাড়িটি হেলে পড়়েছে তার ঠিকানা 7/1 বেদিয়া ডাঙা মসজিদ বাড়ি বাই লেন । বালিগঞ্জ এলাকায় 4 তলা বাড়ি ডান দিকে হেলে পড়েছে । সেখানে চারটে ফ্ল্যাট আছে । 15 বছরের পুরনো বাড়িটি বছর 10 ধরে হেলে আছে । 63 নম্বর ওয়ার্ডে 12/সি ক্যামাক স্ট্রিটে 16 তলা বাড়িতে 69টি পরিবারের বসবাস । 49 বছর বয়সি বাড়িটি কম করে বছর 40 বছর আগেই হেলে গিয়েছে ৷

এ প্রসঙ্গে কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেন, “নিজেদের মতো লোকজন না লাগিয়ে কলকাতা পুরনিগমের তালিকাভুক্ত লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ারদের দিয়ে নকশা অনুমোদন করিয়ে বাড়ি তৈরি করা উচিত । তাহলে তাঁরা নিয়ম মেনে দায়বদ্ধভাবে কাজ করবেন ।”

আরও পড়ুন:– চিনকে চাপে ফেলে ইন্দোনেশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর পথে ভারত! জানুন বিস্তারিত

আরও পড়ুন:– আধার কার্ড দেখিয়ে 10,000 টাকার লোন নিতে পারবেন। কী কী শর্ত রয়েছে? কিভাবে আবেদন করবেন জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন