শাহীন বাগে CAA বিরোধী মঞ্চের প্রতিবাদে রাস্তায় নামলো সাধারণ মানুষ।

By Bangla News Dunia Desk

Published on:

Bangla News Dunia , জয় রায় :- সরকারের পক্ষ থেকে CAA আইন পাস হবার পর থেকেই দিল্লির শাহীন বাগে কিছু CAA বিরোধী প্রদর্শন কারী  প্রদর্শন করতে শুরু করে। এর ফলে ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না। এই প্রদর্শনের ফলে এলাকা বাসি খুবই অসুভিদা অনুভব করে। ফলে আস্তে আস্তে এলাকা বাসীর ক্ষোভ বাড়তে থাকে ,আর সেই খোবই দেখা যায় আজকে এলাকা বাসীর প্রদর্শনে। তারা ভারতীয় পতাকা নিয়ে প্রদর্শন করে।

[ আরো পড়ুন :- প্রিয়াঙ্কা চোপড়ার এই বোল্ড ছবি দেখলে আপনি অবাক হবেন। ]

কোনো অপ্রিয় ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ বারিকেটিং করে দেয়। এছাড়া পুলিশ কিছু প্রদর্শন কারীকে গাড়িতে ভরে ধরে নিয়ে যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে সেই স্থানে এলাকার মহিলা বাসিন্দারা এসে প্রদর্শন করতে শুরু করে। পুলিশ প্রদর্শন কারীদের সেই স্থান থেকে যেতে বললে প্রদর্শন কারীরা বলেন যে CAA বিরোধী মঞ্চ ৫০ দিন ধরে রয়েছে তাদের পুলিশ সরাতে পারছে না কিন্তু আমাদের কোনো সরতে বলছে।

প্রদর্শন কারীরা বলেন যতদিন না রাস্তা খালি হবে ততদিন তারা এই প্রদর্শন চালিয়ে যাবে।

[ আরো পড়ুন :- তবে কি আবার নতুন করে আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের দামামা বাজতে চলেছে ! ]

Bangla News Dunia Desk

মন্তব্য করুন