শাহের ‘আম্বেদকর’ মন্তব্যের পালটা জবাব দিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এসএফআই, কী অনুরোধ করলো ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিআর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানাতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল এসএফআই । চিঠিতে বলা হয়েছে, যাতে আগামী 2025 শিক্ষাবর্ষে রাজ্যের সমস্ত স্কুল শুরুর দিনে সংবিধানের প্রস্তাবনা পাঠ করানো হয় ।

এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বক্তব্য, “অমিত শাহের মন্তব্য শুধু আমাদের সংবিধানের স্থপতিরই অপমান নয়, বরং সাম্য, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের মূল্যবোধকেও ক্ষুণ্ণ করেছে । আধুনিক ভারত গঠনে ড. আম্বেদকরের অবদান অতুলনীয় এবং কেন্দ্রীয় মন্ত্রী যে ধরনের মন্তব্য করেছেন, তার অর্থ হল সামাজিক ন্যায়বিচার এবং জাতি গঠনের জন্য আম্বেদকর যে বিশাল সংগ্রাম করেছিলেন তা উপেক্ষা করা ।” সেই কারণেই তরুণ প্রজন্মের মধ্যে সাংবিধানিক মূল্যবোধ জাগ্রত করা জরুরি বলে মনে করছে এসএফআই ৷

এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “আমরা সরকারকে সমস্ত সরকারি এবং সরকারি-অধিভুক্ত স্কুলে প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করার নির্দেশনা জারি করার জন্য অনুরোধ করছি । এই ধরনের উদ্যোগ ড. আম্বেদকরের উত্তরাধিকারের প্রতি উপযুক্ত শ্রদ্ধা এবং রাষ্ট্রের বহুত্ববাদ ও ন্যায়পরায়ণতার সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । আমরা বিশ্বাস করি যে, মুখ্যমন্ত্রী এসএফআইয়ের এই দীর্ঘস্থায়ী দাবিটি বিবেচনা করবেন এবং সাংবিধানিক মূল্যবোধের দূত হওয়ার জন্য ও পশ্চিমবঙ্গের যুবকদের অনুপ্রাণিত করার জন্য পদক্ষেপ করবেন । পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত সরকারি এবং সরকারি-অধিভুক্ত স্কুলগুলিতে দৈনিক প্রার্থনার সময় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ অন্তর্ভুক্ত করার দাবি করে আসছে এসএফআই । এভাবে শিক্ষার্থীরা শুধু সংবিধান সম্পর্কেই শিখবে না, বরং গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বৈচিত্র্যের নীতিগুলিকেও আত্মস্থ করবে বলে তারা মনে করে ।”

এসএফআইয়ের মতে, ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রতিটি ছাত্রছাত্রীর জন্য পড়া অত্যন্ত আবশ্যিক, কারণ এটি শুধুমাত্র দেশের মূলনীতি এবং আদর্শ সম্পর্কে শিক্ষা দেয় না, বরং একজন সচেতন নাগরিক হয়ে ওঠার পথও প্রদর্শন করে, ভারতের গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার, এবং স্বাধীনতার মতো মূলনীতিগুলিকে তাদের সামনে তুলে ধরে এবং বহুত্ববাদী ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করে ।

প্রস্তাবনা পড়ার মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ, অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারে । তারা অনুভব করতে পারবে যে, ব্যক্তি স্বাধীনতার সঙ্গে দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ । জাতীয় ঐক্যের মূল্য এবং ভিন্নতা সত্ত্বেও একত্রে থাকার অনুপ্রেরণা ছাত্রছাত্রীরা সংবিধানের প্রস্তাবনা থেকেই পায় বলে মত এসএফআইয়ের ।

আরো পড়ুন: PAN 2.0 এবং PAN Card এর মধ্যে আসল পার্থক্য কোথায়? 90% মানুষ জানেন না! বিপদে পড়ার আগে জেনে নিন

আরো পড়ুন:– মহারাষ্ট্র ATS-এর হাতে পাকড়াও ১৩ বাংলাদেশি, কেন ভারতে ঢুকেছিল তারা? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন