১৬,৫০০/- টাকা বেতনে শিলিগুড়ি পৌরসভায় নতুন করে কর্মী নিয়োগ চলছে! জেনে নিন আবেদন পদ্ধতি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের সমস্ত চাকরী প্রার্থীদের জন্য চলে এলো আরো একটি বিশাল চাকরির সুযোগ। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে তারা আগামী ১৪ ই জানুয়ারি ২০২৫ এর মধ্যে আবেদন পত্র জমা করতে বলছে। কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, বয়স সীমা,বেতন কাঠামো, কিভাবে বাছাই করা হবে ইত্যাদি বিষয়ে জানার আগ্রহ থাকলে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।

Siliguri Municipal Corporation Recruitment 2024: বিবরণ

পদের নাম: SAE (সিভিল)

শূন্যপদের সংখ্যা: ০২ টি

বেতন কাঠামো: প্রতিমাসে ১৬,৫৫০/- টাকা করে

কারা কারা আবেদন করতে পারবেন

শিক্ষাগত যোগ্যতা: শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের উল্লেখিত পদে আবেদন করার জন্য যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে

আরও পড়ুন:– প্যান কার্ড নিস্ক্রিয় হতে চলেছে নতুন বছরে? এইভাবে প্যান কার্ড স্ট্যাটাস চেক করে জানুন

বয়স সীমা: আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবেন

আগ্রহ প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে অফলাইন মোডে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে।

প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করুন। এরপর A4 সাইজের প্রিন্ট আউট বের করুন। তারপর সেই প্রিন্ট আউট করা আবেদন ফর্মটির উপর নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করুন এবং তারসাথে প্রয়োজনীয় নথিপত্র গুলি জেরক্স করে সংযুক্ত করুন। এরপর একটি খামে ভর্তি করে নিচে দেওয়া ঠিকানায় জমা করুন।

আবেদনের তারিখ:

  • আবেদন প্রক্রিয়া শুরু – ৩০/১২/২০২৪ তারিখে।
  • আবেদন প্রক্রিয়া শেষ – ১৪/০১/২০২৫ তারিখে।

আবেদনপত্র জমা করার স্থান: কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাগাজতিন রোড পিও:- শিলিগুড়ি, জেলা – দার্জিলিং পিন – ৭৩৪০০১

কিভাবে নির্বাচন করা হবে

সকল আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট www.siligurismc.in

 

আরও পড়ুন: লং টার্মে লগ্নি কথা ভাবছেন? ২০২৫ সালে কিনতে পারেন এই ৯ স্টক

আরও পড়ুন:– কেটে গিয়েছে ৪০ বছর, এখন পোড়ানো হবে ভোপাল গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য, এতো দেরি কেন ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন