Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজনৈতিক লাভের জন্য শিশুদের ব্যবহার করছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তুচ্ছ, সস্তা এবং নোংরা রাজনীতি করছেন আম আদমি পার্টির সুপ্রিমো । এমনই অভিযোগ বিজেপির ৷ সাংবাদিক সম্মেলনে বিজেপি’র জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, ‘‘দিল্লির শাসক দল একটি পোস্ট সোশাল মিডিয়া থেকে সরিয়ে নেয়নি ৷ ওই পোস্টে দেখা যাচ্ছে, কিছু শিশু কেজরিওয়াল সমর্থনে স্লোগান দিচ্ছে ৷’’
জাতীয় মানবাধিকার কমিশনও এই বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে । গৌরব ভাটিয়া বলেন, ‘‘শিশুদের এই ধরনের চিত্রায়ন কিশোর আইন এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করে । কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী অতীশি বাচ্চাদেরও রেহাই দিচ্ছেন না । তাঁরা শিশুদের মর্যাদা লঙ্ঘন করছে। এর কারণ কি ? কেজরিওয়াল জানেন যে তিনি দিল্লিতে নির্বাচনে হেরে যাচ্ছেন ৷ তুচ্ছ, সস্তা এবং নোংরা রাজনীতির জন্য তরুণ এবং অন্যান্যদের নিয়ে খেলছেন তিনি ।’’
আরও পড়ুন:– প্যান কার্ড নিস্ক্রিয় হতে চলেছে নতুন বছরে? এইভাবে প্যান কার্ড স্ট্যাটাস চেক করে জানুন
গৌরবের দাবি, বিজেপি নিশ্চিত করবে যে ‘শিশুদের ধ্বংসকারী এবং শিশু বিদ্বেষী’ শক্তি ক্ষমতা থেকে ছিটকে যাবে । আপ সরকারকে শিশুদের স্কুলের টয়লেটগুলিকে শ্রেণিকক্ষে রূপান্তরিত করার অভিযোগ এনেছেন ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, 10-12 শ্রেণিতে উচ্চতর পাস শতাংশ নিশ্চিত করার জন্য 9-11 শ্রেণিতে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ফেল করানো হচ্ছে । আগামী ভোটে আপ’কে ‘শিক্ষা’ দিয়ে দিল্লিবাসীদের ‘হ্যাপিনেস উৎসব’ উদযাপনও করতে বলেছেন তিনি ৷
বিজেপি’র অভিযোগ, আপ সরকার 500টিরও বেশি স্কুল খোলার প্রতিশ্রুতি দেওয়ার পরেও কোনও নতুন স্কুল খোলেনি ৷ শিক্ষকদের প্রায় 80 শতাংশ পদ খালি । মন্দিরের পুরোহিত এবং গুরুদ্বার গ্রন্থিদের 18,000 টাকা মাসিক সম্মানী দেওয়ার ঘোষণা করেছে আপ ৷ সেটিকেও ‘মিথ্যা প্রতিশ্রুতি’ হিসাবে অভিহিত করেছেন গৌরব ৷ বিজেপির মুখপাত্র জানিয়েছেন, আপ সরকারও ইমামদের একই প্রতিশ্রুতি দিয়েছিল ৷ কিন্তু 17 মাস ধরে তাদের অর্থ প্রদান করেনি । তাঁর কটাক্ষ, প্রাক্তন মুখ্যমন্ত্রী জানেন যে তাঁর ‘রাজনৈতিক জীবন’ শেষ হয়ে আসছে । ভারতে তাঁর চেয়ে বড় প্রতারক আর কেউ নেই ।
আরও পড়ুন:– লং টার্মে লগ্নি কথা ভাবছেন? ২০২৫ সালে কিনতে পারেন এই ৯ স্টক
আরও পড়ুন:– কেটে গিয়েছে ৪০ বছর, এখন পোড়ানো হবে ভোপাল গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য, এতো দেরি কেন ?