‘শীতকালে এমনটা হয়েই থাকে’, HMPV নিয়ে মুখ খুলল বেজিং, কী বলছেন ভারতের বিশেষজ্ঞরা?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাঁচ বছর আগে বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল কোভিড-১৯। সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে চিনে ফের নয়া ভাইরাসের উপদ্রব শুরুর খবরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হাসপাতালগুলির বাইরে লম্বা লাইনের ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন সকলে। আশঙ্কার মেঘ ঘনিয়েছে ভারতেও। জানা গিয়েছে এই নয়া ভাইরাসের নাম হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV)। নয়া এই আতঙ্ক নিয়ে এ বার মুখ খুলল শি জিনপিংয়ের দেশ।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং শুক্রবার বলেছেন, ‘শীতকালে ফুসফুসের সংক্রমণ বৃদ্ধি পায়। সকলকে আশ্বস্ত করে বলতে পারি, চিনের সরকার দেশের নাগরিক এবং বিদেশ থেকে আগত অতিথিদের জনস্বাস্থ্যে যথেষ্ট নজর দেয়। চিনে আসা এই মুহূর্তে সম্পূর্ণ নিরাপদ।’

সোশ্যাল মিডিয়ায় চিনের হাসপাতালগুলির বাইরে থিকথিকে ভিড়ের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সাল উৎপত্তি হওয়া HMPV ভাইরাস নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে চিনে। পাঁচ বছর আগে কোভিড যেভাবে থাবা বসিয়েছিল, ঠিক সেভাবেই হুহু করে ছড়াচ্ছে HMPV। তবে কি এই ভাইরাস নতুন করে অতিমারী তৈরি করবে? আশঙ্কার মেঘ ঘনিয়েছে বিশ্বে।

আরও পড়ুন:– মধ্যবিত্তের টাকা জমানোর গোপন সূত্র। বিশেষজ্ঞের এই নিয়ম মেনে 1 মাস সংসার চালান, আর ম্যাজিক দেখুন

কোভিড-১৯ অতিমারীতে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় ভারত। অসংখ্য মানুষের মৃত্যু হয় এই ভাইরাসের থাবায়। ফলে নতুন করে HMPV ছড়িয়ে পড়ার খবরে আতঙ্কে ভারতীয়রা। যদিও ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (DGHS) আধিকারিক ডাঃ অতুল গোয়েল জানিয়েছেন, HMPV নিয়ে প্যানিক করার কোনও কারণ নেই। তাঁর কথায়, ‘মেটানিউমোভাইরাস আর পাঁচটা ফুসফুসের সংক্রমণের মতোই। শীতকালে এমন সংক্রমণ হয়েই থাকে। প্রবীণ এবং শিশুদের মধ্যে সাধারণত এই ধরনের সংক্রমণ দেখা যায়। জ্বরের মতো স্বাভাবিক উপসর্গ থাকে। দেশে ফুসফুসের সংক্রমণ নিয়ে ডেটা অ্যানালিসিস করা হয়েছে। ডিসেম্বর মাসের ডেটায় তেমন কোনও বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায়নি। কোনও স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকেই বিশাল সংখ্যক আক্রান্তের রিপোর্টও মেলেনি।’

HMPV ভাইরাস নিয়ে এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে টুঁ শব্দ করা হয়নি। বেজিংও এই নিয়ে কোনও জরুরি অবস্থা জারি করেনি। চিন ছাড়া হংকংয়েও একাধিক আক্রান্তের হদিশ মিলেছে।

জ্বর, নাক থেকে জল পড়া, নাক জ্বালা, কাশি, সর্দি, শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকছে এই ভাইরাসে আক্রান্তদের ক্ষেত্রে। ভাইরাসের প্রভাব বেশি থাকলে অনেক ক্ষেত্রে ব্রঙ্কাইটিস কিংবা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

আরও পড়ুন:– এখনই কিনবেন না এই সব স্মার্টফোন, দিন কয়েক পরেই কমতে পারে দাম

আরও পড়ুন:– ক্যানসারের চিকিৎসায় বাঙালি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন