Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফিউচারস অ্যান্ড অপশন (F&O) সেগমেন্টের ট্রেডিংয়ে পাঁচ সংস্থাকে ব্যান করেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)। ১০ জানুয়ারি, শুক্রবার পাঁচ সংস্থার স্টকে ফিউচার ট্রেডিং করতে পারবেন না লগ্নিকারীরা। মার্কেট ওয়াইড পজ়িশন লিমিট (MWPL) ৯৫ শতাংশ ছাড়িয়ে যাওয়ার জন্যই এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে এনএসই। লগ্নিকারীদের স্বার্থেই এই পদক্ষেপ করা হয়। যদিও ক্যাশ মার্কেটে এই সমস্ত শেয়ারের ট্রেডিং চলবে।
শুক্রবার ফিউচার ট্রেডিং হবে না যে সমস্ত সংস্থার:
বন্ধন ব্যাঙ্ক
হিন্দুস্তান কপার
এলঅ্যান্ডটি ফিনান্স
মনপ্পুরম ফিনান্স
আরবিএল ব্যাঙ্ক
ফিউচার ট্রেডিং কী?
শেয়ার মার্কেটে বিভিন্ন ধরনের ট্রেডিং হয়। যার মধ্যে ফিউচার ট্রেডিং অন্যতম। এ ক্ষেত্রে পরবর্তী সময়ের জন্য কোন দামে কোনও স্টকের ট্রেডিং হবে তা নিয়ে চুক্তি হয় দুই পক্ষের। এই চুক্তি একটি নির্দিষ্ট সময়সীমার জন্য হয়ে থাকে। এই ধরনের ট্রেডিংয়ে এক দিনে বিপুল অঙ্কের লাভ যেমন হতে পারে, তেমনই বিপুল ক্ষতির আশঙ্কাও থাকে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া এই ট্রেডিং করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে।
ধরুন এবি লিমিটেড নামে কোনও সংস্থার স্টকের প্রাইস ১০ জানুয়ারি বাজার বন্ধের সময় হয়েছে ১০০ টাকা। ওই সংস্থার স্টকের দাম আগামী দিনে বাড়তে পারে। সে জন্য আপনি ফিউচার ট্রেডিংয়ে ওই সংস্থার শেয়ারের লট কেনার জন্য চুক্তিবদ্ধ হলেন। ১৪ জানুয়ারি পর্যন্ত থাকল সেই চুক্তির মেয়াদ। এই সময়কালে এবি লিমিটেডের শেয়ার দর যাই হোক আপনি ১০০ টাকা দরেই কিনতে পারবেন ওই সংস্থার শেয়ার লট। ধরুন ১৩ জানুয়ারি, সোমবার ওই সংস্থার শেয়ার দর হল ১২০ টাকা। কিন্তু ফিউচার ট্রেডিংয়ের চুক্তি অনুযায়ী, ১০০ টাকাতেই শেয়ার লট কিনতে পারবেন আপনি। সে ক্ষেত্রে বড় অঙ্কের লাভ হবে আপনার। আবার দাম যদি পড়ে যায় তাহলেও চুক্তির দামেই কিনতে হবে আপনাকে। সে ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হবে।
তবে শুধু কেনা নয়, কোনও শেয়ার বিক্রির ক্ষেত্রেও ফিউচার ট্রেডিং করতে পারেন আপনি। তবে ফিউচার ট্রেডিংয়ে লটে শেয়ার কিনতে হয়। এই লট বিভিন্ন সংস্থার ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। কোনও সংস্থা ৩৫০০ শেয়ার নিয়ে লট তৈরি করে। কোনও সংস্থা ১০০০ শেয়ার নিয়েও করতে পারে। এই লট যে কোনও অঙ্কেরই হতে পারে।
আগেই বলা হয়েছে এই ধরনের ট্রেডিং খুবই ঝুঁকিপূর্ণ। অনেক ক্ষেত্রেই এর মাধ্যমে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করা হয়ে থাকে। তাই মার্কেট ওয়াইড পজ়িশন লিমিট ছাড়িয়ে গেলে এই ধরনের ট্রেডিংয়ে ব্যান করে দেয়। যাতে এর ফাঁদে পা দিয়ে লগ্নিকারীদের বড় অঙ্কের ক্ষতি না হয়।
(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:– ছয় থেকে বারো মাস বয়সি শিশুকে কীভাবে খাওয়াবেন ? টিপস দিলেন ডায়েটিশিয়ান
আরও পড়ুন:– 15 হাজারে আধার কার্ড, 5 হাজারে প্যান ! বাংলাদেশিদের নকল পরিচয়পত্র বানিয়ে শ্রীঘরে ল’ক্লার্ক
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025