Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভরত জৈনকে আজ অনেকেই চেনেন। তিনি বিশ্বের ধনীতম ভিক্ষুক। ভিক্ষাবৃত্তি তাঁর পেশা হলেও রয়েছে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট। ভারতের বহু চাকুরিজীবীর থেকে বেশি উপার্জন করেন। অথচ, তাঁর ছোটবেলা কেটেছে নিদারুণ অভাবে। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। নুন আনতে পান্তা ফুরানোর দশা। কাজেই ভরতের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ হয়নি। কিন্তু আজ তাঁর মোট সম্পদের পরিমাণ ৭.৫ কোটি টাকা। অনেকেই অবাক হয়, শুধুমাত্র ভিক্ষা করে কী ভাবে এত সম্পদের মালিক হলেন তিনি? আসলে, শুধুমাত্র ভিক্ষাবৃত্তির মাধ্যমে তাঁর এই বিপুল সম্পদ তৈরি হয়নি। অধ্যবসায় তো ছিলই, সেই সঙ্গে তাঁর জীবন বদলে দিয়েছে আর্থিক ক্ষেত্রে কিছু তুখোড় সিদ্ধান্ত।
৪০ বছরেরও বেশি সময় ধরে ভিক্ষাই তাঁর আয়ের প্রধান উৎস। ছত্রপতি শিবাজি মহারাজ বাস টার্মিনাস এবং আজ়াদ ময়দানের মতো মুম্বইয়ের সুপরিচিত জনবহুল এলাকাগুলিতে তিনি ভিক্ষা করেন। দিনে কিছু না হলেও ২০০০ থেকে ২৫০০ টাকা আয় হয় তাঁর। এই হিসেবে তাঁর মাসিক আয় হয় ৬০,০০০ থেকে ৭৫,০০০ টাকা। ‘স্যালারি এক্সপ্লোরার’-এর তথ্য অনুযায়ী, ভারতীয়দের গড় বেতন মাসে ৩২,০০০ টাকা। অর্থাৎ, ভারতের গড়পড়তা বেতনভুকদের তুলনায় প্রায় দ্বিহুণ আয় করেন ভরত।
আয়ের পাশাপাশি ভরত জৈনের ঘরে লক্ষ্মী এনে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিনিয়োগ। মুম্বইয়ে ১.৪ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাটের মালিক তিনি। সেখানে তিনি, তাঁর স্ত্রী, দুই ছেলে, বাবা এবং তাঁর ভাই থাকেন। এ ছাড়া, থানেতে দুটি দোকানও কিনে ভাড়া দিয়েছেন তিনি। মাসে মাসে একেকটি দোকান থেকে ভাড়া বাবদ ৩০,০০০ টাকা আয় হয় তাঁর। ভিক্ষাবৃত্তির পাশাপাশি এই সকল বিনিয়োগের ফলে, মাসে একটি স্থির আয় নিশ্চিত হয়েছে ভরতের। আর্থিক সুরক্ষা পেয়েছে তাঁর পরিবার।
এখন অবশ্য ভরত জৈনের ছেলেও রোজগার করছে। নিজে পড়াসোনার সুযোগ না পেলেও, ধনীতম ভিক্ষুক তাঁর ছেলেকে পড়িয়েছে এক স্বনামধন্য কনভেন্ট স্কুলে। এখন সে একটি স্টেশনারি দোকান চালায়। সেই দোকান থেকেও জৈন পরিবারের মোটা আয় হয়।
আর্থিক অবস্থার উন্নতি হওয়ার পর, ভরতকে তার পরিবার ভিক্ষাবৃত্তি ছেড়ে দিতে বলেছিল। কিন্তু তিনি সাফ জানিয়েছেন, ভিক্ষা করতে তাঁর ভাল লাগে। তিনি কখনই এই কাজ ছাড়তে চান না। তবে তাঁর দান-ধ্যানের হাতও বেশ চওড়া। এক সাক্ষাত্কারে তিনি দাবি করেছেন, নিয়মিত তিনি বিভিন্ন মন্দির ও দাতব্য উদ্যোগে আর্থিক অনুদান দেন।
আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন
আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024