Bangla News Dunia , Rajib : অমাবস্যার রাতে ঘুটঘুটে অন্ধকারে পথ চলতে পিলে চমকে যায়। কিন্তু কার্তিক মাসের অমাবস্যা তিথিকে কালো ঘুটঘুটে বলে অপবাদ দেওয়া যাবে না। এদিন বরং বলা ভালো এই রাতে দেশজুড়ে জ্বলে ওঠা দীপের আলোয় অন্ধকার দূর হয় অনায়াসে। এ দিন যে দীপাবলি। ভারতীয়দের প্রিয় এক উৎসব। সনাতনী তো বটেই জৈন এবং শিখদের মধ্যেও দীপাবলি পালনের রীতি আছে। উত্তর ভারতীয় সনাতনীদের মতে দীপাবলির দিনেই শ্রী রামচন্দ্র চৌদ্দ বছরের নির্বাসনের পর অযোধ্যা ফেরেন। তাঁকে ফিরে পেয়ে ঘিয়ের প্রদীপ জ্বেলে রাজধানী সাজিয়ে তোলেন অযোধ্যাবাসী। জৈন মতে, ৫২৭ খ্রিস্ট পূর্বাব্দে মহাবীর দীপাবলির দিনেই মোক্ষ বা নির্বাণ লাভ করেছিলেন। আবার, ১৬১৯ খ্রিস্টাব্দে শিখদের ষষ্ঠ গুরু হরগোবিন্দ ও ৫২ জন রাজপুত্র দীপাবলির দিন মুক্তি পেয়েছিলেন বলে শিখরাও এই উৎসব পালন করেন। অবশ্য শুধু ভারতেই নয়, মহা সমারোহে দীপাবলি পালন করা হয় বিশ্বের অন্যান্য দেশেও।
নেপাল
ভারতের মতো নেপালেও দীপাবলি পালিত হয়। তবে সেদেশের দীপাবলির পোশাকি নাম তিহার। সেখানে এই পরব পালিত হয় পাঁচ দিন ধরে। পরবের প্রথম চার দিন যম রাজের পুজো করেন তাঁরা। পঞ্চম দিনটি নেপালের বাসিন্দারা নিজেদের মতো করে আনন্দ করেন। তিহার নেপালের দ্বিতীয় বৃহত্তম উৎসব। নেপালি সংস্কৃতি মেনে কাক, কুকুর, গরুর মতো ইতর প্রাণী এবং প্রকৃতিকে সম্মান জানানো হয়। তৃতীয় দিনে করা হয় লক্ষ্মী পূজা। উৎসব উপলক্ষে ঘর-বাড়ি পরিষ্কার করা, তেলের প্রদীপ জ্বালানো এবং আবির দিয়ে রঙ্গোলি দেওয়ার রীতি রয়েছে। সন্ধ্যায় আতসবাজি পুড়িয়ে আনন্দ করা হয়।
শ্রীলঙ্কা
প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় দীপাবলি পালন করে মূলত হিন্দু-তামিল সম্প্রদায়। সেখানেও তেলের প্রদীপ জ্বালিয়ে এবং আতসবাজি পুড়িয়ে দীপাবলি পালন করা হয়। তৈরি করা হয় বিশেষ প্রকারের মিষ্টি। পুজো আচ্চা, ঘর পরিষ্কার, রঙ্গোলি দেওয়াও এই উৎসবের অঙ্গ। ভারতের মতো শ্রীলঙ্কাতেও সকলে মিলে এই দিনটি পালন করেন।
আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে
মালয়েশিয়া
মালয়েশিয়াতেও আলোর এই উৎসবকে বলা হয় দীপাবলি। সেখানকার ভারতীয়রাই এই পরবের মূল হোতা হলেও দীপাবলি উপলক্ষে দেশে সরকারি ছুটি থাকে। মালয়েশিয়ার প্রধান শহর কুয়ালালামপুর এবং পেনাং আলো ও রঙিন সাজে সেজে ওঠে। উৎসব উপলক্ষে স্থানীয় বাজারগুলি গমগম করে। নতুন পোশাক পরে মন্দিরে পুজো দিতে যান সকলে। ঐতিহ্যবাহী নৃত্য এবং সংগীত পরিবেশন করে দিনটি পালন করা হয়। রাতে আলো ঝলমলে করে ওঠে গোটা এলাকা।
সিঙ্গাপুর
ধুমধাম করে দীপাবলি পালিত হয় সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া জেলায়। উৎসব উপলক্ষে সেখানকার রাস্তাগুলি আলো দিয়ে সাজানো হয়। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি নতুন পোশাক পরে সকলের দিন শুরু হয়। এলাকার ধারে ধারে বসে ভারতীয় খাবার এবং মিষ্টির স্টল। ভারতীয়দের পাশাপাশি সিঙ্গাপুরবাসীরাও এই উদযাপনে অংশগ্রহণ করেন। পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী সংগীত-নৃত্য আরও কত কী।
ফিজি
আলোর উৎসব পালিত হয় ফিজিতেও। এই দেশে ভারতীয়দের সংখ্যা প্রচুর। তাঁরাই এই পরবটি পালন করেন। ঘর-বাড়ি এবং স্থানীয় এলাকা আলো দিয়ে সাজানো হয়। পোড়ানো হয় আতসবাজি। সবচেয়ে বেশি জমকালো সাজে সেজে ওঠে সুভা এবং লাউটোকার মতো শহরগুলি। ভারতীয় খাবার তৈরি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন পোশাক পরে দিনটি পালন করেন সকলে।
মরিশাস
মরিশাসের ইন্দো-মরিশিয়ান সম্প্রদায়ের একটি প্রধান উৎসব হলো এই দীপাবলি। প্রদীপ জ্বালিয়ে, ঘর সাজিয়ে এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি প্রস্তুত করে এই দিনটি পালন করেন তাঁরা। হিন্দু ধর্মীয় আচার এবং স্থানীয় রীতিনীতির সমন্বয়ে দীপাবলি পালিত হয় এখানে। থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
ত্রিনিদাদ ও টোবাগো
ত্রিনিদাদ ও টোবাগোর হিন্দু সম্প্রদায়ের মানুষরা দীপাবলি পালন করেন মহা সমারোহে। সেখানেও এ দিন প্রদীপ জ্বালিয়ে, আতসবাজি পুড়িয়ে, ঘর সাজিয়ে, বিশেষ মিষ্টি তৈরি করে দিনটি পালন করা হয়। স্থানীয় হিন্দুরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
যুক্তরাজ্য
যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমের বৃহৎ সংখ্যক প্রবাসী ভারতীয় সেখানকার বিভিন্ন শহরে দীপাবলি পালন করেন। বিশেষ করে লন্ডন শহর এ দিনে আলোয় সেজে ওঠে। প্রদীপ জ্বালিয়ে, ঘর সাজিয়ে, সাংস্কৃতিক উৎসব পালন করে স্থানীয় ভারতীয় সম্প্রদায় দিনটি পালন করেন। দীপাবলির সম্মানে দেশের প্রধান ল্যান্ডমার্কগুলি প্রায়সই আলোকিত রাখা হয়। লেস্টার এবং বার্মিংহামের মতো শহরগুলিতে দীপাবলি উপলক্ষে মেলা এবং কুচকাওয়াজেরও আয়োজন করা হয়।
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ, আবেদন চলবে নভেম্বরের ২৮ তারিখ পর্যন্ত👇🏻https://t.co/n0FO4jM0yH
— Daily Khabor Bangla (@daily_khabor) October 27, 2024
লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম চালু! না মানলে টাকা বন্ধ, জানুন বিস্তারিত👇🏻https://t.co/967ar8Uc8w
— Daily Khabor Bangla (@daily_khabor) October 27, 2024
কৃষক বন্ধুদের ফসলের ক্ষতিপূরনের টাকা দিবে রাজ্য সরকার, কারা পাবেন দেখুন👇🏻https://t.co/iiwb8utoxg
— Daily Khabor Bangla (@daily_khabor) October 27, 2024
এই ছোট শেয়ারটি 9300% বেড়েছে, 2 টাকা থেকে 190 টাকায় পৌঁছেছে ! আরেকটি কোম্পানি সৌদি ও দুবাইতে মেগা প্রকল্প পেয়েছেhttps://t.co/SWjPy9u98I
— The Global Press Bangla (@kaushik94544429) October 1, 2024
আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি