শুধু সোনা নয়, রূপোতেও থাকবে হলমার্ক ! BIS-কে নির্দেশ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

silver-price-may-increase-soon

Bangla News Dunia, Pallab : সোনা হোক বা রূপো (Gold, Silver) সকলের জীবনে এই দুই ধাতুর মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দুই গুরুত্বপূর্ণ ধাতুর মূল্যের উপরেও নির্ভর করে অনেক কিছু। অনেকেই প্রতি বছর সামান্য সোনা কিনে রাখেন। সন্তানদের বিয়ের কথা মাথায় রেখে অথবা সখ আহ্লাদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে অনেকেই সোনা কিনে থাকেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু অসৎ ব্যবসায়ী আসল সোনার মধ্যে নকল সোনা দিয়ে ক্রেতার কাছে বিক্রয় করছে। তাই এই প্রতারণার হাত থেকে ক্রেতাদের মুক্ত করতে ২০২১ সাল থেকে ধাপে ধাপে দেশজুড়ে সোনায় বাধ্যতামূলক হলমার্কিং চালু করা হয়েছে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

এবার রুপোতেও থাকবে হলমার্ক | Hallmark In Silver |

আসলে হলমার্কিং হল সোনার বিশুদ্ধতার গ্যারান্টি। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS এর প্রতীক থাকে, যা এর বিশুদ্ধতা নির্দেশ করে। প্রতিটি অলঙ্কারে সোনার পরিমাণ কম-বেশি হয়,যা এর বিশুদ্ধতার উপর নির্ভর করে। অক্ষর ও সংখ্যা এই ৬ সংখ্যা কোড হলমার্ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। রিপোর্ট সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত ৩৬১টি জেলায় সোনার উপর হলমার্কের এই ব্যবস্থা চলে আসছে। এবং সবমিলিয়ে প্রায় এখনও পর্যন্ত ৪৪ কোটিরও বেশি সোনার গয়নায় ৬ সংখ্যার ইউনিক কোড বসানো হচ্ছে। অর্থাৎ ৯০ শতাংশ গয়নাতেই এখন হলমার্কিং হচ্ছে। আর এই আবহে এবার সোনার মতো রুপো এব‌ং রুপোর তৈরি সামগ্রীতে বাধ্যতামূলক ভাবে হলমার্কিং ব্যবস্থা চালুর কাজ শুরু করেছে কেন্দ্র।

কী বলছেন ক্রেতাসুরক্ষা মন্ত্রী?

সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার, ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশী সোনার মত রুপোর উপরেও এবার হলমার্ক রাখার ঘোষণা করলেন। এদিন তিনি জানিয়েছেন অনেকদিন ধরেই ক্রেতাদের তরফে সোনার মত রুপোয় হলমার্কিং-এর দাবি উঠছে। গুজরাত, কর্নাটক-সহ বিভিন্ন রাজ্যও এই একই দাবি করে আসছে। আসলে বেশীরভাগ ব্যবসায়ী খাঁটি রুপোর পরিবর্তে নকল রূপো বিক্রি করছে তাই সেই কারণেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS কে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে ক্রেতা এবং ব্যবসায়ী-সহ বিভিন্ন পক্ষের মতামত নেওয়ার এবং BIS এর সম্ভাব্যতা বিচার করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে BIS এর ডিজি প্রমোদ কুমার তিওয়ারির জানিয়েছেন, “আগামী ৩-৬ মাসের মধ্যে সোনার মতই রুপোয় এবার হলমার্কিং চালু করা হচ্ছে। কারণ যে সব পক্ষের সঙ্গে কথা হয়েছে, তাদের প্রত্যেকেই এই বিষয়টিতে সম্মতি জানিয়েছেন। কী ভাবে ছ’সংখ্যা এবং অক্ষরের কোড গয়নার বসানো হবে, এখন তা নিয়েই কথা চলছে।” তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট দিন নিয়ে কোনো রকম মন্তব্য করা হয়নি। এছাড়া হলমার্কের কারণে দাম বাড়বে নাকি, তা জানা যায়নি।

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন