Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সতর্কতা অনুযায়ী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জঙ্গিদের নিশানায় রয়েছেন ৷ এবার সেই ইস্যুতে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং ৷ তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিপক্ষকে সরাতে জিহাদীদের সঙ্গে হাত মিলিয়েছেন ৷
অর্জুনের এই অভিযোগের পাল্টা কটাক্ষ করেছেন জগদ্দলের বিধায়ক তথা তৃণমূল নেতা সোমনাথ শ্যাম ৷ বিজেপির প্রাক্তন সাংসদের মাথা খারাপ হয়ে গিয়েছে বলে কটাক্ষ করলেন তিনি ৷ অর্জুনের ছেলেকে তাঁর পরামর্শ, “বিধানসভায় পবনের সঙ্গে দেখা হলে বলব, বাবাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে ৷ প্রয়োজনে আমি ব্যবস্থা করে দেব ৷ মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে ৷”
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ দিন অর্জুন সিং অভিযোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে সরাতে জিহাদীদের সঙ্গে হাত মিলিয়েছেন ৷ তিনি চাইছেন 2026-র বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীকে যদি মেরে দিতে পারেন, তা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোয়াবারো হয়ে যাবে ৷”
আরো পড়ুন:– পৃথিবী গোলাকার নয়, প্রমাণ করতে গিয়ে ৩১ লক্ষ টাকা খোয়ালেন ইউটিউবার, কিভাবে ? জানুন
এরপরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অর্জুন ৷ তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজের শত্রুকে সরাতে সবরকম জিহাদী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন ৷ এটার আমাদের কাছে প্রমাণ আছে ৷ কলকাতার গুলশন কলোনিতে চলে যান, কীভাবে ডেভলপ হয়েছে জায়গাটা ৷ ওখানে রেলের জমি জিহাদীরা দখল করে রেখেছে ৷ আরপিএফ যখনই উচ্ছেদ করতে যায়, স্টেট এজেন্সি মামলা করে দেয় ৷”
অর্জুনের এই অভিযোগকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ৷ তিনি বলেন, “এ পাগলের প্রলাপ ছাড়া আর কী বলব ৷ আপনারই ভাবুন না ৷ মাথা খারাপ না-হলে, কেউ এমন কথা বলতে পারে ৷ আমি সোমনাথ শ্যাম বলছি, বিধানসভায় ওঁর ছেলে পবনের সঙ্গে দেখা হলে বলব, বাবাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে ৷ আমি ব্যবস্থা করে দেব ৷”
আরো পড়ুন:– ভারতীয় অর্থনীতি, ব্যবসা, শিল্পোদ্যোগের জন্য কেমন ছিল 2024 ? বিস্তারিত জানুন
আরো পড়ুন:– কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে অনন্য গবেষণা, বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানীরা