শূন্যতা সাধের বাগানে ! প্রয়াত বাংলা চলচ্চিত্রের ‘বাঞ্ছারাম’

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : “বাঞ্ছারামের বাগান’ থেকে ‘ঘরে-বাইরে’, একের পর এক অভিনয়ে তিনি মুগ্ধ করেছেন অগণিত ভক্তকে। দীর্ঘ অসুস্থতার পর না-ফেরার দেশে অভিনেতা মনোজ মিত্র। প্রয়াত প্রবীণ অভিনেতা, নির্দেশক ও নাট্যকার মনোজ মিত্র। ১২ নভেম্বর সকাল ৮:৫০ মিনিটে দীর্ঘ অসুস্থতার পর ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !

তপন সিনহার ‘বাঞ্ছারামের বাগান’-এর মতো চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সুপরিচিত মনোজ মিত্র। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘ঘরে বাইরে’ এবং ‘গণশত্রু’-তেও অভিনয় করেছেন। বিশিষ্ট পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, শক্তি সামন্ত এবং গৌতম ঘোষের ছবিতেও নিজস্ব ঘরানায় অভিনয় করেছেন তিনি। লিখেছেন শতাধিক নাটকও। ১৯৮৫ সালে সেরা নাট্যকার হিসেবে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান অভিনেতা।

মাসখানেক আগে অসুস্থতার কারণে মনোজ মিত্রকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, অভিনেতার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বাইপাস সার্জারি হয়েছিল এবং পেসমেকারও বসেছিল। নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। #Short News

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন