শেয়ারবাজারে হাহাকার, আদানির বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ আমেরিকায়, মাথায় হাত লগ্নিকারীদের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Share-Market-down

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গুরুবারে শেয়ারবাজারে হাহাকার। বাজার খুলতেই একেবারে ধরাশায়ী Sensex ও Nifty। বম্বে স্টেক এক্সচেঞ্জে Sensex একেবারে ৪০০ পয়েন্ট পতন হয়ে ৭৭ হাজার ১১০ হয়ে হিয়েছে। বেশির ভাগ স্টকের অবস্থাই লাল। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১২৪ অঙ্ক পড়ে গিয়ে ২৩ হাজার ৩৮৩ পয়েন্ট হয়ে গিয়েছে। এই পতন আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এরই মধ্যে আমেরিকা থেকে বড় খবর এসেছে শিল্পপতি গৌতম আদামির বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ডিল পেতে ২ হাজার কোটি টাকার বেশি ঘুষের অভিযোগ রয়েছে গৌতম আদামি ও তাঁর ভাই সাগর আদানির বিরুদ্ধে। এরপরেই আদানি গোষ্ঠীর শেয়ারে ব্যাপক পতন শুরু হয়ে যায়।

গত মঙ্গলবারই শেয়ারবাজার কিছু চাঙ্গা হয়েছিল বাজার খোলার সময়।  সেনসেক্স ১০০০ পয়েন্টের বেশি বেড়েছিল, কিন্তু শেষ ট্রেডিং ঘণ্টায় এই প্রাথমিক বৃদ্ধি হঠাৎ পতনে পরিণত হয়। সেনসেক্স ২৩৯.৩৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৭,৫৭৮.৩৮ স্তরে বন্ধ হয়েছে। সেনসেক্স দিনের উচ্চ স্তর থেকে ৮৫০পয়েন্ট পতনে বন্ধ হয়েছিল। নিফটি ২৩,৫১৮.৫০ স্তরে বন্ধ হয়।

আরো পড়ুন:- লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ল! মাসে পাবেন 2000 টাকা! নতুন করে আবেদন করতে হবে। কিভাবে? জেনে নিন

হঠাৎ কী হল আদানি গোষ্ঠীর শেয়ারে?

বৃহস্পতিবার স্টক মার্কেটে বিশৃঙ্খলার মধ্যে, ভারতীয় ধনকুবের গৌতম আদানির শেয়ার সবচেয়ে বেশি এবং কিছু স্টক ২০ শতাংশ পর্যন্ত পতন হয়েছে। আদানি গ্রিন এনার্জি (২০ শতাংশ), আদানি এনার্জি সলিউশন (২০ শতাংশ), আদানি পাওয়ার (১৩.৭৫ শতাংশ), আদানি পোর্টস (১০ শতাংশ), আদানি উইলমার ( ৯.৫১ শতাংশ) কম লেনদেন করছে। এছাড়াও, আদানি এন্টারপ্রাইজের শেয়ার ১০ শতাংশ, আদানি টোটাল গ্যাস  ১৪.৭০ শতাংশ, ACC লিমিটেড ১৪.৩৫ শতাংশ, অম্বুজা সিমেন্টস ১০ শতাংশ ও এনডিটিভি-র শেয়ার ১২.২৯ শতাংশ কমেছে।

আমেরিকা থেকে আদানিকে নিয়ে কী দাবি?

গৌতম আদানির শেয়ারের এই পতন আসলে দেখা গিয়েছে আমেরিকার একটি খবরের পর। যেখানে আদানি গ্রুপের কোম্পানির বিরুদ্ধে মিথ্যে কথা বলা এবং চুক্তি পেতে ঘুষ দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গৌতম আদানিকে ২৬৫ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ২৩৬ কোটি টাকা) ঘুষ দেওয়ার এবং তার কোম্পানি আদানি গ্রিন এনার্জি লিমিটেডের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সৌর শক্তি প্রকল্পের চুক্তি পাওয়ার জন্য এটি গোপন করার অভিযোগ করা হয়েছে।

আদানি গ্রুপের বিবৃতি জারি

বিষয়টি নিয়ে আদানি গ্রুপের বক্তব্যও এসেছে। এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এসইসি আমাদের বোর্ড সদস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলা আদালতে একটি অভিযোগপত্র জারি করেছে সদস্য ভিনীত জৈনও এতে অন্তর্ভুক্ত। এই উন্নয়নগুলির পরিপ্রেক্ষিতে, আমাদের সহযোগী সংস্থাগুলি আপাতত প্রস্তাবিত USD ডিনোমিনেটেড বন্ড অফারগুলির সঙ্গে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ ব্লুমবার্গের মতে, আমেরিকার অভিযোগের পর, আদানি গ্রুপের কোম্পানিগুলি ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের বন্ড বাতিল করেছে।

এই শেয়ারগুলিও বিপর্যস্ত হয়েছে

শেয়ারবাজারে দরপতনের মধ্যে শুধু আদানি গ্রুপের শেয়ারই নয়, আরও অনেক বড় কোম্পানির শেয়ারও ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখা গেছে। SBI শেয়ার (4.33%), IndusInd ব্যাঙ্ক শেয়ার (2.92%), NTPC শেয়ার (2.55%) কমেছে। মিডক্যাপ বিভাগে অন্তর্ভুক্ত এসিসি শেয়ার ছাড়াও, এডব্লিউএল শেয়ার 9.75%, জিএমআর ইনফ্রা শেয়ার 4.41% হ্রাস পেয়েছে। একই সময়ে যোগগুরু বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলির শেয়ারও ৩ শতাংশের বেশি কমেছে।

(দ্রষ্টব্য- স্টক মার্কেটে যে কোনও ধরনের বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার মার্কেট এক্সপার্টদের পরামর্শ নিন।)

 

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন