Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত সপ্তাহ জুড়ে দেশের শেয়ার বাজারে ছিল ঝিমুনি ভাব। যদিও সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে দেশের স্টক মার্কেটের প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি পজ়িটিভে রয়েছে। শুক্রবার ২২৬ পয়েন্ট বেড়ে সেনসেক্স রয়েছে ৭৮ হাজার ৬৯৯ পয়েন্টে। নিফটি ৬৩ পয়েন্ট বেড়ে হয়েছে ২৩ হাজার ৮১৩। ২০২৪ সালের একেবারে শেষলগ্নে এসে বাজার কেমন থাকবে তা নিয়ে দোলাচলে বিশ্লেষকরা। এই পরিস্থিতি লগ্নির জন্য কয়েকটি স্মল ক্যাপ স্টকের কথা জানিয়েছেন তাঁরা। এই সমস্ত স্মল ক্যাপ স্টকগুলির দাম ১০০ টাকার কম। তাই এই সমস্ত স্টকে খুব অল্প টাকাতেই লগ্নি করে রাখা যাবে।
এনএইচপিসি: দেশের পাবলিক সেক্টর হাইড্রোপাওয়ার সংস্থার স্টকের দাম এখন ৮০.৩৪ টাকা। গত এক মাসে এই স্টকের দরে বেশ খানিকটা পতন হয়েছে। কিন্তু এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। এই স্টকের টার্গেট প্রাইস ৮৪.৫০ টাকা এবং স্টপ লস ৭৮ টাকা।
ইনফিবিম অ্যাভিনিউজ়: এই ফিনটেক কোম্পানি ডিজিটাল পেমেন্ট সার্ভিস, ই-কমার্স প্ল্যাটফর্ম-সহ ডেটা ক্লাউড সার্ভিস দিয়ে থাকে। এখন এই স্টকের দাম ২৬ টাকা। এর টার্গেট প্রাইস ২৯ টাকা এবং স্টপ লস ২৪ টাকা।
আরো পড়ুন:– 3 বছর বয়সে মুখস্থ 100 দেশের নাম, বিরল প্রতিভাকে স্বীকৃতি ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসের
এমএমটিসি: ফরেন এক্সচেঞ্জ সংস্থার স্টকের দাম ৭৩ টাকা। বেশ কয়েক দিন কমার পর শুক্রবার থেকে এই স্টকের দাম বেড়েছে। এর টার্গেট প্রাইস ৭৭ টাকা এবং স্টপ লস ৬৮ টাকা।
মেঘমণি অর্গানিকস: অ্যাগ্রোকেমিক্যাল সংস্থাক স্টকের দাম ৭৭.৫০ টাকা। এর টার্গেট প্রাইস ৮২ টাকা এবং স্টপ লস ৭৪ টাকা।
কিউপিড: কন্ডোম প্রস্তুতকারক এই সংস্থার স্টকেও নজর রাখুন সোমবার। এখন এই স্টকের দাম ৭৭.৫০ টাকা। এর টার্গেট প্রাইস ৮৩.৫০ টাকা এবং স্টপ লস ৭৪.৫০ টাকা।
এনএসিএল ইন্ডাস্ট্রিজ়: কৃষিকাজের রাসায়নিক প্রস্তুতকারক এই সংস্থার স্টকের দাম এখন ৬৫ টাকা। গত এক মাসে ধারাবাহিকভাবে এর দাম বেড়েছে। আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে বলে মত বিশেষজ্ঞদের। এর টার্গেট প্রাইস ৭০ টাকা এবং স্টপ লস ৬৩ টাকা।
(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষাসংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরো পড়ুন:– PAN 2.0 এবং PAN Card এর মধ্যে আসল পার্থক্য কোথায়? 90% মানুষ জানেন না! বিপদে পড়ার আগে জেনে নিন
আরো পড়ুন:– মহারাষ্ট্র ATS-এর হাতে পাকড়াও ১৩ বাংলাদেশি, কেন ভারতে ঢুকেছিল তারা? জেনে নিন