Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৪-২৫ অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টারে আইসিআইসি ব্যাঙ্কের কেমন ব্যবসা হয়েছে সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে শনিবার। থার্ড কোয়ার্টারে দুরন্ত পারফরম্যান্সের জেরে দেশের বেসরকারি ব্যাঙ্কের শেয়ার নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত এক মাস ধরে এই শেয়ারের দাম অনেকটা পড়েছে। এই রেজ়াল্ট সেই পরিস্থিতিতে বদল আনবে? এখন এই শেয়ার কেনা উচিত হবে? কী বলছেন বিশেষজ্ঞরা?
অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারে ICICI ব্যাঙ্কের নেট প্রফিট ১৫ শতাংশ বেড়ে হয়েছে ১১ হাজার ৭৯২ কোটি টাকা। গত অর্থবর্ষের এই কোয়ার্টারে তা ছিল ১০ হাজার ২৭১ কোটি টাকা। ব্যাঙ্ক টাকা ধার দিয়ে সুদ পায় আর গ্রাহকদের আমানতে সুদ দেয়। এই পার্থক্যই হলো নেট ইনটারেস্ট ইনকাম (NII)। তৃতীয় ত্রৈমাসিকে এনআইআই গত অর্থবর্ষের তুলনায় ৯ শতাংশ বেড়ে হয়েছে ২০ হাজার ৩৪০ কোটি টাকা। এর পাশাপাশি তৃতীয় কোয়ার্টারে আরও বেশ কিছু প্যারামিটার বেড়েছে। ইনকামের স্টেবিলিটি বেড়েছে। আইসিআইসি ব্যাঙ্কের সামগ্রিক রেজ়াল্ট তুলনায় ‘বেটার’ হয়েছে। যে জন্যই এই আগ্রহ।
আরও পড়ুন:– ভরসা কমছে মিউচুয়াল ফান্ডে ! ডিসেম্বরে বন্ধ হয়েছে 45 লক্ষ SIP অ্যাকাউন্ট, রইলো বিস্তারিত
এই ফলাফল দেখেই বিশেষজ্ঞরা মনে করছেন ফের চাঙ্গা ভাব ফিরে আসতে পারে এই স্টকে। বিশেষজ্ঞরা মনে করছেন, তৃতীয় কোয়ার্টারের রোজগারে এই বৃদ্ধি স্বাস্থ্যকর। এর স্থায়িত্ব বেশি হবে বলে আশা তাঁদের। দালাল স্ট্রিটের বিশ্লেষকরা মনে করছেন এর শেয়ার দরের টেকনিক্যাল প্যাটার্ন পজ়িটিভ হবে সামনের সপ্তাহে। গত সপ্তাহের শেষ ট্রেজিং সেশনে ১ শতাংশ বেড়ে এই সংস্থার শেয়ার দর হয়েছে ১ হাজার ২১৩ টাকা। এই সেশনের জেরে গত সপ্তাহের পতনের পরিমাণ ০.৪৭ শতাংশে নেমে এসেছে। এই পরিস্থিতিতে হেনসেক্স সিকিউরিটিজ়ের গবেষক মহেশ ওঝা এই স্টকে নজর রাখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ‘১২১০ টাকা থেকে ১২১৫ টাকা রেঞ্জের মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার কিনতে পারেন। শর্ট টার্মের জন্য এই স্টকে লগ্নি করলে টার্গেট প্রাইস ১২৮০ থেকে ১২৩০ টাকার মধ্যে রাখতে পারেন। এই সমস্ত টার্গেট প্রাইসের ক্ষেত্রে স্টপলস ১১৮০ টাকা।’
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)