শ্রেয়সই কি পাঞ্জাব কিংসের আগামী অধিনায়ক? মুখ খুললেন রিকি পন্টিং

By Bangla News Dunia Rajib

Published on:

shreyas

Bangla News Dunia , Rajib : এবার পুরো নতুন করে দল তৈরি করছে পাঞ্জাব কিংস। তারা মেগা নিলামের আগে মাত্র ২ জন প্লেয়ারকে ধরে রেখেছিল। ১১০.৫০ কোটি টাকা নিয়ে নিলামে নেমে তারা যে শুরু থেকেই বড় নামের দিকে ঝাঁপাবে সেটা নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। বড় নামের দিকে হাত বাড়িয়েছে পাঞ্জাব কিংস। যেখানে সবচেয়ে বড় নাম শ্রেয়স আইয়ার। ২৬.৭৫ কোটি টাকা দিয়ে তারা দলে নিয়েছে শ্রেয়স আইয়ারকে। এরপর প্রশ্ন, শ্রেয়স কি অধিনায়ক?

আইপিএলের ইতিহাসে অন্যতম অভিজ্ঞ নাম শ্রেয়স। দিল্লি ক্যাপিটালসের পর তিনি কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন। চ্যাম্পিয়নও করেছেন কেকেআরকে। তাঁকে দলে নেওয়া মানেই অধিনায়ক করা। যদিও পাঞ্জাব আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

শ্রেয়সকে অধিনায়ক করা হবে কি না এই বিষয়ে প্রশ্ন করা হলে পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং বলেন, ‘শ্রেয়স আইয়ারের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কথা হয়নি আমার। আমি ওকে নিলামের আগে ফোন করেছিলাম, কিন্তু ও ফোন ধরেনি। আমি ওর সঙ্গে অতীতে ৩-৪ বছর কাজ করেছি দিল্লিতে এবং গত বছর ও চ্যাম্পিয়ন হয়। আমি খুশি যে আবার কাজ করতে পারবো ভেবে, ও যদি ফের চ্যাম্পিয়ন করতে পারে তাহলে আমি খুশি হবো।’

পাঞ্জাব কিংসে যোগ দিয়ে শ্রেয়স আইয়ার বলেন, ‘পাঞ্জাব কিংসে যোগ দিতে পেরে খুশি। মরশুম শুরু অপেক্ষায় আছি।’ পাঞ্জাব কিংস আরটিএম কার্ড দিয়ে ধরে রেখেছে অর্শদীপ সিংকে। তাঁকে ১৮ কোটি টাকায় নিয়েছে। এরপর তারা দলে নেয় যুজবেন্দ্র চাহালকে। তাঁকেও ১৮ কোটি টাকা দিয়ে নিয়েছে।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন