সংগঠনকে শক্তিশালী করতে নয়া পরিকল্পনা সিপিআইএমের, কী নির্দেশ ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দলের সদস্য তো বটেই, দলীয় সমর্থকদের মধ্যেও রাজনৈতিক চর্চা কমছে ৷ তাই এবার দলের মধ্যে রাজনৈতিক চর্চা বৃদ্ধি করতে উদ্যোগী সিপিআইএম ৷ নেতৃত্বের মতে, তা করা না-গেলে ভবিষ্যতে সিপিআইএমের সাংগঠনিক পরিস্থিতি আরও খারাপ হবে ৷ আর এই তথ্য উঠে এসেছে সিপিআইএমের বিভিন্ন জেলা সম্মেলন থেকে ৷

এ নিয়ে আলোচনায় বসেছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম এবং সূর্যকান্ত মিশ্ররা ৷ সেই মতো প্রাথমিকভাবে বিভিন্ন এরিয়া কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, রাজনৈতিক চর্চা বৃদ্ধির প্রস্তুতি শুরু করতে ৷ সূত্রের দাবি, সেই সব চর্চার বিষয় কী হবে, তা ঠিক করে দেবে সিপিআইএম রাজ্য কমিটি ৷ যেখানে রাজ্য, কেন্দ্র ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু তুলে ধরা হবে ৷ আর সেই নিয়ে কর্মী ও সমর্থকদের রীতিমতো পড়াশোনা করতে হবে ৷ পরবর্তীতে বিভিন্ন এরিয়া কমিটি, তা নিয়ে আলোচনা করবে ৷

আরো পড়ুন: বিনামূল্যে রেশন সামগ্রীর সঙ্গে 1000 টাকা পাবেন? বিস্তারিত জানতে পড়ুন

তবে, সেই বিষয়গুলির সঙ্গে স্থানীয় সমস্যা ও রাজনৈতিক পরিস্থিতিও যুক্ত করা যেতে পারে ৷ সিপিআইএম রাজ্য কমিটির এক নেতা বলেন, “ক্ষমতার পালাবদলের পর থেকে ক্রমশ ভোট ব্যাংক তলানিতে ঠেকেছে ৷ সাধারণ খেটে খাওয়া মানুষ এখন আমাদের ভোট দেন না ৷ বিভিন্ন রাজনৈতিক দলের থেকে নানান রকম সুবিধা পেয়ে মতাদর্শগত রাজনীতি থেকে তাঁরা সরে দাঁড়িয়েছেন ৷”

তাঁর মতে, “তৃণমূল কিংবা বিজেপি সাময়িক কিছু অর্থ কিংবা অন্য সুযোগ-সুবিধার বিনিময়ে আমাদের ভোট ব্যাংক টেনে নিচ্ছে ৷ অথচ এই দুই শক্তি যে সামাজিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতি করছে, তা সাধারণ মানুষ বুঝতে পারছে না ৷ ঠিক তেমনই তাঁদের কাছে দলের সদস্যরা সরাসরি পৌঁছতেও পারছেন না ৷”

রাজ্য কমিটির ওই সদস্য বলেন, “সেই কারণে দলের সদস্য ছাড়াও সমর্থকদের মধ্যে রাজনৈতিক চর্চা বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করা হবে ৷ এর জন্য ‘বঙ্গে আরএসএসের উত্থান এবং তৃণমূলের ভূমিকা’ কিংবা, জনমুখী প্রকল্প, শিক্ষা ও স্বাস্থ্যের বাস্তব পরিস্থিতির মতো বিভিন্ন বিষয় ঠিক করে দেওয়া হবে ৷”

আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন

 

সিপিআইএমের আরেকটি সূত্রের দাবি, “এই রাজনৈতিক চর্চার সঙ্গে দলের ক্লাসগুলিকে গুলিয়ে ফেললে চলবে না ৷ দলের ক্লাসগুলি মূলত ডায়লগ ভিত্তিক হয় ৷ যেখানে একজন বা দু’জন বলেন আর বাকিরা শোনেন ৷ কিন্তু, নতুন যে পরিকল্পনা নেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ মনোলগ ৷ অর্থাৎ, নির্দিষ্ট কোনও বিষয়ে আলোচনা সভায় সকলে যেমন শ্রোতা হবেন, তেমনই সবাই বক্তা ৷”

সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলাতেও একই আভাস পাওয়া গিয়েছে ৷ সিপিআইএমের নদিয়া জেলা সম্মেলনের পর, দক্ষিণ 24 পরগনার সম্মেলনে বামপন্থা প্রসারের ইঙ্গিত দিয়েছেন তিনি ৷ বৃহত্তর বাম ঐক্য তৈরি করে দক্ষিণ পন্থা রুখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে নেতৃত্বের তরফে।

আরো পড়ুন:– বাংলার শিল্পায়নে সাফল্যের মূলমন্ত্র কি ? ব্যাখ্যা করলেন অমিত মিত্র।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন