Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছত্তিসগড়ে মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি), বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হয়েছে ১২ জন মাওবাদী সদস্যের। এমনটাই জানিয়েছেন ছত্তিসগড় পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা।
তিনি জানিয়েছেন, এ দিন সকালে বিজাপুর জেলার দক্ষিণে এক বনাঞ্চলে মাওবাদীদের একটি দলকে ঘিরে ফেলেছিল নিরাপত্তা বাহিনী। সকাল ৯টা থেকে শুরু হয় দুই পক্ষের মধ্যে গুলিযুদ্ধ। মাঝে মাঝে গোলাগুলি চলা থামলেও, সন্ধ্যা পর্যন্ত এই গুলির লড়াই চলে।
প্রাথমিক তথ্য অনুসারে, এই সংঘর্ষে মাওবাদীদের ১২ জন সদস্যের মৃত্যু হয়েছে। তবে ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্য দিকে, নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হননি। রাজ্য পুলিশের তিন জেলার ডিআরজি বাহিনী, সিআরপিএফের কোবরা বাহিনী এবং সিআরপিএফের ২২৯তম ব্যাটেলিয়নের সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছিলেন।
এই নিয়ে চলতি মাসে ছত্তিসগড়ে পৃথক পৃথক সংঘর্ষে মোট ২৬ জন মাওবাদী সদস্যের মৃত্যু হলো। এর আগে, ১২ জানুয়ারি, বিজাপুর জেলার ম্যাডেড থানা এলাকায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই মহিলা-সহ পাঁচ মাওবাদী সদস্য নিহত হয়েছিলেন। গত বছর, ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হাতে মৃত্যু হয়েছিল মোট ২১৯ জনের।