Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, তাঁর নাম জিতেন্দ্র এবং তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। ওই ব্যক্তির দেহের অধিকাংশই পুড়ে গিয়েছে বলে খবর। দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী রাম মোহন লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ এবং ফরেনসিক টিম।
ঠিক কী কারণে জিতেন্দ্র নামে ওই তিনি এমন চরম পদক্ষেপ করলেন, তাও এখনও স্পষ্ট নয়। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, বাগপতের ওই বাসিন্দা পাকিবারিক এবং ব্যক্তিগত সমস্যায় ভুগছিলেন। মানসিক অবসাদ থেকে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে। তদন্ত শুর করেছে দিল্লি পুলিশ। ঘটনাস্থল থেকে পেট্রল উদ্ধার হয়েছে।
এক দল প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সংসদ ভবনের সামনের একটি পার্কে বসে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরান তিনি। এর পর জ্বলন্ত অবস্থাতেই সংসদ ভবনের দিকে ছুটতে শুরু করেন। বড়দিনে রাজধানী শহরে এমন ভয়াবহ দৃশ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে সংসদ চত্বরে।
আরো পড়ুন:– ধোনির রাঁচির বাড়িতে বেআইনি কার্যকলাপ? বিস্তারিত জানতে পড়ুন …
আরো পড়ুন:– এও তাহলে সম্ভব হল, ইতিহাস লিখে সূর্যকে ছুঁল পার্কার