সইফের ওপর হামলায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, এক্স হ্যান্ডেলে লিখলেন দীর্ঘ পোস্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : সইফ আলি খানের ওপর প্রাণঘাতী হামলা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘প্রখ্যাত অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan attacked) উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমি অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করি।’

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

এদিন ভোরে মুম্বইয়ের (Mumbai) লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতা সইফ আলি খানকে।  রাত ২টো নাগাদ এই ঘটনা ঘটে। ভোর সাড়ে ৩টে নাগাদ রক্তাক্ত সইফকে নিয়ে লীলাবতী হাসপাতালে পৌঁছন তাঁর বড় ছেলে ইব্রাহিম আলি খান। দু’টি অস্ত্রোপচার করা হয় সইফের ঘাড়ে, হাতে, পিঠে। বৃহস্পতিবার দুপুরের পর জানানো হয়, অভিনেতা এখন বিপন্মুক্ত। আপাতত চিকিৎসকের নজরদারিতে থাকছেন তিনি।

এই ঘটনা আজ সকালে সামনে আসার পর দেশের একাধিক মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন সইফের শারিরীক পরিস্থিতি নিয়ে। তাই ঘটনার খবর তাঁর কানে যেতেই এক্স হ্যান্ডেলে (X-Handle) তিনি লেখেন,  ‘প্রখ্যাত অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমি অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করি। যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশা করি। আমার আস্থা ও বিশ্বাস রয়েছে আইন আইনের পথে চলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে আমার আন্তরিক শুভকামনা রইল শর্মিলাদি, করিনা কাপুর এবং গোটা পরিবারের পাশে।’


আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন