Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আরজি করে ধর্ষণ-খুন মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চায় তারা। নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ মামলায় রাজ্যের আবেদন গ্রহণ করা হবে কি না, তাই নিয়ে শুনানি শেষ হলো সোমবার। তবে রায়দান স্থগিত রাখল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
এ দিন আদালতে সিবিআই দাবি করে, রাজ্যের এক্তিয়ার নেই এই মামলা দায়ের করার। এক্তিয়ার কেবল সিবিআইয়ের আছে। রাজ্যের তদন্তে ভরসা ছিল না বলেই তাদের হাতে তদন্তভার ন্যস্ত করা হয় বলেও সওয়াল করে সিবিআই। তা হলে কী ভাবে এখন সর্বোচ্চ সাজা ফাঁসির দাবিতে রাজ্য আদালতে আবেদন করছে, তা নিয়ে প্রশ্ন তোলে।
পাল্টা রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানান, মামলা দায়ের করার এক্তিয়ার রাজ্যের আছে। তার সপক্ষে সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলার রেফারেন্সও তুলে ধরেন তিনি। অন্য দিকে এ দিন আদালতে হাজির ছিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবীও। তিনি জানান, রাজ্য তাঁদের কোনও মামলা সংক্রান্ত নথিই দেয়নি। এ দিন সবপক্ষেরই বক্তব্য শোনেন বিচারপতি।