Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় ৷ শনিবার শিয়ালদা আদালত এই রায় দেয় ৷ আগামী সোমবার সঞ্জয়ের সাজা ঘোষণা করবেন বিচারক ৷ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতারাই ৷ তবে বিচার পাওয়ার পথ সঞ্জয়ের সাজা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হচ্ছে না, বরং আরও যাঁরা অভিযুক্ত রয়েছেন, তাঁদের চিহ্নিত করে সাজার ব্যবস্থা করার পক্ষেই সওয়াল করেছেন রাজনীতিকরা ৷
একনজরে দেখে নেওয়া যাক, কোন রাজনৈতিক নেতা এদিনের রায়ের পর কী জানালেন –
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য: অভয়া ইস্যু রাজনীতির ঊর্ধ্বে। আসলে এটা একটা সামাজিক ব্যাধি এবং মর্মান্তিক ঘটনা ৷ এই ঘটনা সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল সবাইকে নাড়িয়ে দিয়েছে । সঞ্জয় রায় হয়তো দোষী । আদালত একটু আগেই তাকে দোষী সাব্যস্ত করেছে এবং আগামী সোমবার তার সাজা ঘোষণা হবে । এইসব ক্ষেত্রে মৃত্যুদণ্ডই হয়ে থাকে । তবে এটা একটা আংশিক বিচার ।
শুরুটা ভালোই হয়েছিল ৷ কিন্তু তবে এখনও অনেকটা এগোতে হবে । তদন্তকারী সংস্থাকে এটা দেখতে হবে যে একটি মিশ্র ডিএনএ রিপোর্ট এসেছে । অর্থাৎ এই অপরাধ একজনের দ্বারা হয়নি ৷ এখানে একের থেকে বেশি মানুষ জড়িত রয়েছেন । দ্বিতীয়ত হচ্ছে ফরেনসিক যে রিপোর্ট এসেছে, তাতে ধস্তাধস্তির কোনও চিহ্ন নেই । তাই যদি এই যদি একজন এই অপরাধ করে থাকে, তাহলে সেখানে ধস্তাধস্তির চিহ্ন থাকাটা উচিত বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন:– রায়দানের পর কী প্রতিক্রিয়া সিপিএম, বিজেপির?
তবে সাধারণ মানুষ বা আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ নই । রিপোর্ট দেখে মনে হয় যে অত্যন্ত নির্দয়ভাবে বহু সংখ্যক ব্যক্তির উপস্থিতিতে তাতে মেয়েটিকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে । এখানে একাধিক প্রশ্ন রয়েছে, যেটা সিনিয়র এবং জুনিয়র চিকিৎসক থেকে অভয়ার বাবা-মা তুলেছেন ৷ সেইসব প্রশ্নের নিষ্পত্তি হওয়া উচিত । বিজেপি আরও খুশি হতো যদি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে ও অপরাধী ঘোষণা করা হতো ।
দিলীপ ঘোষের বক্তব্য: আদালতের বিচারের উপর আমাদের সবার আস্থা আছে । তবে রাজ্যের অনেক মানুষ মানতে চাইছেন না যে এত বড় ষড়যন্ত্রের পিছনে মাত্র একজনই আছে । রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে আর বলার অপেক্ষা রাখে না । তবে সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশ্ন আছে ৷
আদালতের রায়ের উপর পূর্ণ আস্থা আছে ৷ কিন্তু মানুষ এখনও মনে করছে, বেশ কিছু জিনিস আড়াল করা হচ্ছে । সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে ৷ কিন্তু সিবিআই-কে তদন্তের ভার দিয়েছিল আদালত । কাজেই আদালত সে বিষয়ে বিবেচনা করবে ৷ পুলিশের ভূমিকা নিয়ে তখনও প্রশ্ন ছিল, এখনও প্রশ্ন আছে ।
আরও পড়ুন:– সইফের ওপর রাগ না অভিমান ? হাসপাতালে দেখা গেল না কেন প্রাক্তন স্ত্রী অমৃতাকে ?
সিপিএম নেতা রবীন দেবের বক্তব্য: 9 অগস্টের পর থেকে রাজ্যব্যাপী আন্দোলন হয়েছে । প্রথম থেকেই মুখ্যমন্ত্রী সঞ্জয় রায়কে দোষী বলে ফাঁসির কথা বিচারের আগেই তিনি বলেছেন । আজ বিচারক সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন ।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে একর পক্ষে কি এই কাজ করা সম্ভব ? এটা সবার প্রশ্ন । অভয়ার মা-বাবার মনেও এই একই প্রশ্ন । এই সব প্রশ্ন উপেক্ষা করে এখন দেখা যাচ্ছে যে একজনকে নিয়েই টানাটানি হচ্ছে । অথচ সঞ্জয় রায় প্রথম থেকেই বলছেন যে তাঁকে ফাঁসানো হচ্ছে । প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য ও আসল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথম থেকেই চেষ্টা হয়েছে । তাই প্রকৃত বিচার হোক ও তদন্ত হোক সেটা সবাই চায় ।
তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের বক্তব্য: আরজি কর মামলায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আমরা স্বাগত জানাই । একটা পর্যায় হল, এর পরবর্তী ধাপ সাজা দেওয়া । এখন কিছু মন্তব্য করার নেই । পুরোটা আদালতের বিষয় ৷ কিন্তু এই রায়ে বোঝা গেল কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল । যাঁরা সিবিআই চেয়েছিলেন, সেখানেও দেখা গেল কলকাতা পুলিশের তদন্ত চূড়ান্ত । এখন তাঁরা আবার বিরোধিতা করছেন ।
কিছু বাম অতিবাম সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে । যখন বিচার চলছিল অনেকেই বলছিলেন বিচার কবে পাব ? বিচার তো চলছিল ৷ তাই বিচার এল । রাজনৈতিক বা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অপপ্রচার যে করা হয়েছে তা আজ প্রমাণিত হল ।
আন্দোলনরত চিকিৎসকরা বলছেন তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে । রাজনৈতিক নেতা বা ডাক্তাররা যাঁরা তথ্যপ্রমাণ লোপাটের কথা বলছেন, তাঁদের রূপ বেরিয়ে এল । অডিয়ো ক্লিপ ফাঁস হল ৷ সব সামনে এল৷ কিন্তু কিছু করা গেল না । আমরা প্রথম থেকে ঘটনার তীব্র প্রতিবাদ করেছি । শাস্তি চেয়েছি । জুনিয়র চিকিৎসকরা নিজের এজেন্ডা ফুলফিল করার জন্য নাটক করছে ৷ আমাদের দলনেত্রী পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন আমরা ফাঁসি চাই ৷
এদিকে আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় রায়কে আদালত দোষী সাব্যস্ত করার আগে শনিবার দুর্গাপুরে ফাঁসির মঞ্চ তৈরি করে বিজেপি কর্মসূচি করে । তিলোত্তমার বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই, এই স্লোগান দেওয়া হয় দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে । দলের যুব মোর্চার জেলা নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মসূচি হয় ৷
পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের পর দীর্ঘ টালবাহানা চালিয়েছে রাজ্য সরকার । দোষীদের আড়াল করতে অনেক প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে । আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি । যাতে করে আগামী দিনে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটনার সাহস কেউ না দেখায় ।’’
আরও পড়ুন:– সরকারি চাকরি বাগিয়েছিল পাকিস্তানি যুবতী, ১০ বছর পর কিভাবে ধরা পড়ল ? জানুন