সত্যিই কি আসছে ‘দৃশ্যম ৩’? বড় ইঙ্গিত মোহনলালের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘দৃশ্যম ৩’ নিয়ে দর্শকের মধ্যে বরাবরই প্রবল আগ্রহ। ২০১৩ সালে প্রথম ‘দৃশ্যম’ মুক্তি পেয়েছিল। মোহনলাল অভিনীত এই সিনেমা এতটাই সকলের মন ছুঁয়ে গিয়েছিল যে শুধু সিক্যুয়েল নয়, বলিউডেও রিমেক হয়েছিল। এরপর ধীরে ধীরে পরবর্তী অনেকগুলো পার্ট মুক্তি পায়। এবং সকলেই উপভোগ করেন। তাই বলা ভালো পার্ট ৩-এর জন্য মানুষের উৎসাহ রয়েছে। তবে কি নতুন বছরে আসছে ‘দৃশ্যম ৩’? এ বার মোহনলাল নিজেই দিলেন উত্তর।

গালাট্টার একটি সাক্ষাৎকারে, অভিনেতাকে ‘দৃশ্যম ৩’ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি জানিয়েছেন, ‘দৃশ্যম ২’ তৈরি করতে ঠিক কতটা সময় লেগেছিল। অভিনেতার কথায়, ‘দৃশ্যম ২-এর জন্য আমরা সকলে অপেক্ষা করেছিলাম। এবং ছয় বছর পর, যখন আমরা এটির পরিকল্পনা করি তখন কোভিড। কিন্তু তাও ছবিটির জনপ্রিয়তা এতটুকু কমেনি। কিন্তু সেই কোভিডের মধ্যেও ‘দৃশ্যম’ ইন্ডাস্ট্রিতে এমনই ঝড় তৈরি করেছে, যা মালয়ালম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় পাওনা। সারা বিশ্বের মানুষ এই ছবিটি দেখেছেন।’

আরো পড়ুন: দুর্ঘটনা রুখতে যান চলাচলে নতুন নিয়ম আনলো রাজ্য, বিস্তারিত জানুন

‘দৃশ্যম’ এর সাফল্য কী ভাবে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বের মানচিত্রে জায়গা করে দিয়েছিল, সেই প্রসঙ্গে মোহনলাল বলেন, ‘আমি গুজরাটে শুটিং করতে গিয়েছিলাম। এমনকী ফ্লাইটেও অনেক গুজরাটি বলছিল, ‘ওহ, মোহনলাল!’ তাই, মনে হয় দৃশ্যম ২ দেখার পর প্রচুর মানুষ মালয়ালম চলচ্চিত্র দেখতে শুরু করেছেন।’

এমন বিপুল সাফল্যের পর এখন একটাই প্রশ্ন, ‘দৃশ্যম ৩’ কী তৈরি হবে? এ বিষয়ে মোহনলাল জানিয়েছেন, এখন, তাঁরাও ‘দৃশ্যম ৩’ নিয়ে ভাবছেন। তাঁরা আশাবাদী যে মানুষের আবারও ভালো সাড়া পাওয়া যাবে।

আরো পড়ুন: শুধু UK-তেই ৮৫টি শরিয়া আদালত, কী বদল হচ্ছে ব্রিটেনে?

আরো পড়ুন:– বদলে যাচ্ছে আইন, পঞ্চম-অষ্টমে ফের ফিরছে পাশ-ফেল

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন