Bangla News Dunia , পল্লব : অদূরে পঞ্চায়েত ভোট। অথচ বুথস্তরে সংগঠন এখনও বেহাল। রাজ্যের অর্ধেকেরও বেশি বুথে হয় বুথ কমিটি নেই, নাহয় থাকলেও সেটা অকেজো। এই পরিস্থিতিতে দলের সদস্য বাড়াতে ফের ফোন করে সদস্য সংগ্রহের কাজ শুরু করল বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির তরফে একটি ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। সেই নম্বরে ফোন করলেই দলের সদস্য হওয়া যাবে।
আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের
আগেও রাজ্য তথা দেশজুড়ে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করার অভিযান শুরু করেছিল বিজেপি। এবারেও খানিকটা একই ধাঁচে কর্মসূচি নেওয়া হচ্ছে। তবে আগের বারের থেকে এবারের অভিযানের পার্থক্য হল, এবার আর শুধু মিসড কল দিয়ে সদস্য হওয়া যাবে না। এবার নিজে থেকে ফোন করে নিজের বিস্তারিত তথ্য দিতে হবে।
আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?
আসলে আগেরবার মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করে আখেরে লাভ কিছুই হয়নি। খাতায়-কলমে হাজার হাজার সদস্য থাকলেও ভোটবাক্সে সেই ব্যর্থতাই সঙ্গী হয়েছে বিজেপির। কার্যক্ষেত্রে সেই মিসড কল সদস্যরা সেভাবে কোনও কাজেই আসেননি। বিধানসভা নির্বাচন হারের পর তাঁরা কার্যত পুরোপুরি বেপাত্তা।
মিসড কল দিয়ে যারা যারা বঙ্গ বিজেপির সদস্য হয়েছিলেন, তাঁদের সবার সম্পর্কে বিস্তারিত তথ্য পর্যন্ত রাজ্য নেতাদের কাছে নেই। তাঁদের সঙ্গে যোগাযোগও নেই। সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে ফের ফোনের মাধ্যমেই সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির রাজ্য নেতারা।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭
আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !