সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা ইরানের? ট্রাম্পের নিরাপত্তায় এ বার রোবট কুকুর

By Bangla News Dunia Rajib

Published on:

fdfnd

Bangla News Dunia , Rajib : প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরও ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা? ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের এক সদস্যের বিরুদ্ধে আমেরিকার নয়া নির্বাচিত প্রেসিডেন্টকে হত্যার ছক কষার অভিযোগ উঠেছে। খবর প্রকাশ্যে আসতেই শোরগোল মার্কিন যুক্তরাষ্ট্রে। তাঁর নিরাপত্তায় এ বার আনা হলো রোবট কুকুর।

আমেরিকার জাস্টিস দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ফারহাদ শাকেরি নামে এক ইরানি সেনা আধিকারিক গত ৭ অক্টোবর ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। ৫১ বছর বয়সী এই ইরানি যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক বি গারল্যান্ড বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান। সেই পরিকল্পনা বাস্তবায়িত করার দায়িত্ব ছিল ইরানি রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্য ফারহাদ শাকেরির উপর। কারা ট্রাম্পকে হত্যা করবে তার একটি নেটওয়ার্ক তৈরি করে ছক কষেছিলেন।’

FBI ডিরেক্টর ক্রিস্টোফার রে বলেন, ‘সহজেই অনুমান করা যাচ্ছে, ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে। ইরান প্রশাসনের সমালোচনা করা সব মার্কিন শীর্ষ ব্যক্তিত্বকেই সম্ভবত টার্গেট করা হচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অপরাধী এবং হিটম্যানদের সঙ্গে ষড়যন্ত্র করে প্রাণঘাতী হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জিনিস বরদাস্ত হবে না।’

আরো পড়ুন :- বিরল ঘটনা, বরফে ঢাকল সৌদি আরবের উষ্ণ মরুভূমি! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব বিশ্ব

ফারহাদ শাকেরি অভিবাসী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন ছেলেবেলায়। ২০০৮ সালে তাঁকে আমেরিকা বিতাড়িত করে। একটি ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। তারপর থেকে ইরানেই রয়েছেন তিনি। আবার অপরাধের মামলায় তিনি নিজেকে আফগান বলে দাবি করেছিলেন। নিউ ইয়র্কে দুই গানম্যান ভাড়া করেছিলেন তিনি। আমেরিকায় থাকা প্রবাসী ইরানি, যারা জনসমক্ষে ইরান সরকারের সমালোচনা করে থাকেন, তাঁদের হত্যার পরিকল্পনা করেন ফারহাদ শাকেরি।

রিপাবলিকান পদপ্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় দু’বার প্রাণঘাতী হামলার হাত থেকে বরাতজোরে বাঁচেন ডোনাল্ড ট্রাম্প। জুলাই মাসে আততায়ীর গুলি তাঁর কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। রক্তাক্ত অবস্থায় মঞ্চে বসে পড়তে দেখা গিয়েছিল তাঁকে। সে দৃশ্য এখনও টাটকা। এ বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও তাঁর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ঘিরে তটস্থ মার্কিন প্রশাসন।

আগামী জানুয়ারি মাসে হোয়াইট হাউসের কুর্সিতে বসবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে ট্রাম্পের সুরক্ষায় মোতায়েন করা হলো রোবট কুকুর। ফ্লরিডাতে তাঁর মার-আ-লাগো রিসর্টের বাইরে এমন রোবট কুকুরকে নিরাপত্তা দিতে দেখা গিয়েছে।

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন