সপ্তাহান্তেই উত্তরের পার্বত্য জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া ?

By Bangla news dunia Desk

Published on:

south-bengal-winter

 

Bangla News Dunia, দীনেশ :- চলতি সপ্তাহের শেষেই বঙ্গে ফিরতে চলেছে শীতের আমেজ। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Update)। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই এখন।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে (North Bengal) আগামী কয়েকদিনে খুব একটা পরিবর্তন হবে না তাপমাত্রা। তবে শুক্রবার থেকে রবিবারের মধ্যে কোনও কোনও জেলায় দু-এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। এদিকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের অন্য কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই।

আরো পড়ুন :- বাংলাদেশিদের সামাজিক ভাবে বয়কটের বার্তা অখিল ভারত হিন্দু মহাসভার !!

অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। দক্ষিণের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে উপকূল সংলগ্ন কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বুধবার হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কয়েকটি এলাকা। বৃহস্পতিবার মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়।

আরো পড়ুন :- ভারতের একমাত্র রাজ্য যা ৩ দেশ দিয়ে ঘেরা! জনসংখ্যা ৯১ মিলিয়ন

আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা

Bangla news dunia Desk

মন্তব্য করুন