সফল বাণিজ্য সম্মেলন, এসেছে 4.40 লক্ষ কোটির লগ্নি প্রস্তাব: মমতা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষে রাজ্যে বিনিয়োগের প্রস্তাব এল 4 লক্ষ 40 হাজার 595 কোটি টাকার । এদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে সামগ্রিকভাবে এই বিনিয়োগের অঙ্কই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মতে, প্রথম দিন মুকেশ আম্বানির ঘোষণা মতো রাজ্যে মোট এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ এবং জিন্দালদের ঘোষণার পর কোনও সন্দেহ নেই যে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অষ্টম সংস্করণ সম্পূর্ণভাবে সফল ।

212টি মউ এবং একাধিক বিনিয়োগ প্রস্তাবের পাশাপাশি এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে আগামীতে আরও বিপুল বিনিয়োগের ক্ষেত্র তৈরি হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী ৷ গত বছর শিল্প সম্মেলনে 3 লক্ষ 76 হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছিল । সেটাই এবার বেড়ে হল চার লক্ষ চল্লিশ হাজার কোটি । এর উপর ভিত্তি করেই মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অষ্টম সংস্করণ সফল ।

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর বাংলাকে আরও শিল্পবান্ধব করে তোলার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন এই মঞ্চ থেকে সে কথাও আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । সেই সঙ্গে বাংলাকে শিল্পবান্ধব রূপ দিতে রাজ্য যে পদক্ষেপ করেছে তাও তুলে ধরেন তিনি । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন, শিল্পক্ষেত্রে বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থানই তাঁর সরকারের মূল লক্ষ্য । আর সেই জায়গা থেকেই এবার অভাবনীয় সাফল্য এসেছে বলে মত তাঁর ।

ETV BHARAT

বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান (নিজস্ব চিত্র)

 

এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই যে গুরুত্বপূর্ণ মউ চুক্তিগুলি হল তার মধ্যে রয়েছে পর্যটন দফতরের সঙ্গে বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং আইটিসি-র মউ চুক্তি । এদিন একইসঙ্গে মউ চুক্তি হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর এবং ব্রিটিশ কাউন্সিলের ৷ এছাড়া উচ্চশিক্ষা দফতরের সঙ্গে মাইক্রোসফটেরও মউ চুক্তি হয়েছে ।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “শিল্প সম্মেলনের প্রথম দিনে আমি সন্তুষ্ট । কারণ মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালরা বিনিয়োগের যে ঘোষণা করেছেন, তাতে নতুন করে আমার বলার কিছু নেই । বাংলা এখন বাণিজ্যের গন্তব্য । শিল্পপতিরা সকলেই বলেছেন, এবারের শিল্প সম্মেলন সবদিক থেকেই ইউনিক এবং অনেক বড় মাপের হয়েছে । তবে সবমিলিয়ে কত টাকার বিনিয়োগ প্রস্তাব বা আরও কী কী এল সেটা এক্ষুণি বলতে পারব না ৷ কারণ, বৃহস্পতিবার বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে বিটুবি এবং বিটুজি কর্মসূচি রয়েছে ।”

 

তিনি এদিন আরও বলেন, “একজন প্রতিনিধি এখানে এসেছেন ৷ তাঁকে আমি অনুরোধ করেছি, এখান থেকে সরাসরি লন্ডনের উড়ান চালু করতে । একটা সময় এই উড়ান ছিল । জার্মানিকেও বললাম এখান থেকে উড়ান চালাতে । লুফৎহানসা তো চলত আমার আসার আগে ।” এদিন এই বিশ্ববঙ্গ সম্মেলন থেকে পরবর্তী বিশ্ববঙ্গ সম্মেলনের প্রস্তুতিও শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, এই মুহূর্তে বিনিয়োগের জন্য সবথেকে শক্তিশালী জায়গা হল বাংলাই ।

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন:- সকালের জলখাবারে এই ৬ ধরনের খাবার খেলে অ্যাসিডিটি হতে পারে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন