Bangla News Dunia , অমিত : ওয়াংখেড়ের মাঠে বৃহস্পতিবার হাজির ছিলেন কেএল রাহুলের স্ত্রী তথা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি, রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদা, যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী। তবে সকলকে ছাপিয়ে নজরে ছিলেন এক জনই। তিনি সচিন তেন্ডুলকরের কন্যা সারা। বারবার তাঁকেই তাক করেছে ক্যামেরা। নিরাশও করেননি তিনি। শুভমনের সাফল্যে লাফিয়ে উঠেছেন আবার ব্যর্থতায় ভেঙে পড়েছেন। তবে কি সব জল্পনাই সত্য হতে চলেছে ?
বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠের পাশাপাশি দর্শকদের নজর ছিল ভিআইপি বক্সের দিকেও। সেখানেই বসে ছিলেন ক্রিকেটারদের স্ত্রী, বান্ধবীরা। তবে সকলের মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছেন একজনই। সারা তেণ্ডুলকর। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন শুবমান গিল। কিন্তু না। একটুর জন্য ফসকে গেল সেই বহু প্রতীক্ষিত স্বপ্ন।
আরো পড়ুন :- ‘নোবেল পুরস্কারের দিকে এগিয়ে যাচ্ছেন মমতা’ !
বিশ্বকাপে জীবনের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র আট রান দূরে ছিলেন শুবমান। তখনই অঘটন। স্ট্যাম্পের পিছনে দাঁড়ানো কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিলেন শুবমান। সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় আক্ষেপ শুবমানের থেকে বেশি হল আরেক জনের। চোখেমুখে ফুটে উঠল হতাশা। তিনি সচিন তেণ্ডুলকরের কন্যা সারা তেণ্ডুলকর। তারপরেই আরও একবার দুয়ে দুয়ে চার করে ফেললেন দর্শকেরা।
দিলশান মাদুশঙ্কার বলে আউট হয়ে যান শুবমান গিল। গ্যালারিতে বসে সারা। অভিব্যক্তিতে আক্ষেপ। মুখের উপর দু’হাত চেপে ধরেন সারা। তার পর উঠে দাঁড়িয়ে তালি দিয়ে ভাল খেলার জন্য শুবমানকে অভিনন্দন জানান। পরে সারা নিজেই এক্স হ্যান্ডলে একটি পোস্ট দেন। সেখানে লেখেন, ‘ভাল খেলেছ শুবমান গিল।’ তাঁর একটি ছবিও পোস্ট করেন। ভারত যখন ফিল্ডিং করতে নামে, তখন ঘটে আর এক কাণ্ড। শুবমানের উদ্দেশে দর্শকেরা চিৎকার করতে থাকেন, ‘হামারি ভাবী ক্যায়সি হো ? সারা ভাবী জাইসি হো।’ তখন শুবমানের পাশে এসে দাঁড়ান বিরাট। দর্শকদের উদ্দেশে থামার ইঙ্গিত করেন। তার পর শোনা যায়, শুবমানের নাম ধরে চিৎকার করছেন অনেকে।
আরো পড়ুন :- জানেন মাসে কত টাকা মাইনে পান ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ? জানুন অজানা তথ্য
এহেন শুবমান আর সচিন-কন্যা সারার সম্পর্ক নিয়ে এখন জল্পনা তুঙ্গে। এর আগে বহু বার এক সঙ্গে দেখা গিয়েছে দু’জনকে। এমনকি বিদেশেও দেখা গিয়েছিল দু’জনকে। দিন দুই আগে ফের সারা-শুবমানের একটি ভিডিও ভাইরাল হয়। মনে করা হয় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার আগের দিন জিও ওয়ার্ল্ড প্লাজায় গিয়েছিলেন দু’জন। সেখানকারই ভিডিও প্রকাশ্যে আসে।
আরো পড়ুন :- ভারতের কোন রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু ? কোথায় বেশি মুসলিমরা ? দেখুন তথ্য পরিসংখ্যান
গত মার্চে আমেদাবাদেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে ওয়াংখেড়ের মতো কাণ্ড হয়েছিল। সেখানে মাঠে শুবমানকে দেখে সারার নাম ধরে চিৎকার শুরু করেন দর্শকেরা। সমবেত স্বর ওঠে, ‘হামারি ভাবী ক্যায়সি হো ? সারা ভাবী জাইসি হো।’ তবে সচিন-কন্যা সারার সঙ্গে সম্পর্কের জল্পনার মাঝেই অন্য এক সারার সঙ্গে নাম জড়ায় শুবমানের। তিনি সারা আলি খান। অভিনেতা সইফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিংহের কন্যা।
আরো পড়ুন :- ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আরও একটি দেশ !
দু’এক বার সইফ-কন্যা সারার সঙ্গে শুবমানকে দেখাও যায়। এমনকি এক রেস্তরাঁ থেকে দু’জনকে বের হতে দেখা যায়। তবে মাস কয়েক পর ফের সচিন-কন্যার সঙ্গে নাম জড়ায় শুবমানের। শুবমান ভক্তেরা সচিন-কন্যাকে ভাবী বলে সম্বোধন ও করতে শুরু করে দেন। মাঠে শুবমানকে দেখে উড়ে আসতে থাকে সারার নাম। তবে ভবিষ্যতে কী হয় তা তো সময় বলবে। #Short NEWS
আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে পুরনো ধর্ম কোনটি ? কিভাবে বিস্তার হল ? জানুন অজানা তথ্য
আরও পড়ুন : জানেন কিভাবে উৎপত্তি হল ভারত ভূমির ?
আরো খবরের জন্য নীচের ছবিতে ক্লিক করুন
আরো পড়ুন :- পবিত্র ভূমি জেরুজালেমের ইতিহাস জানেন ? না জানলে জেনে নিন
আরো পড়ুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরও পড়ুন : পুজোর মুখে রাজ্যে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড়
আরও পড়ুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি
আরো পড়ুন :- এই কারণে বৈশাখীর প্রেমে পড়েছিলেন শোভন ?
বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’
আরো পড়ুন :- বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে ? কে ছিলেন প্রথম মানব ? জানুন অজানা তথ্য
আরো পড়ুন :- কলকাতায় হচ্ছে অযোধ্যার রাম মন্দির ! দেখতে যাবেন নাকি
আরো পড়ুন : জানুন ছেলেদের জন্য কন্ডোম কতটা নিরাপদ ?
আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে
এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন