Bangla News Dunia , অমিত : সারা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ। তবে সেই তাপপ্রবাহ উপেক্ষা করে রোদের মধ্যে একাই জনসংযোগ করে চলেছেন যাদবপুর কেন্দ্রের বিজেপির হেভিওয়েট প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যে দেখা মিলছে না অন্য কোনও দলের প্রার্থীকে। এমনকি দেখা যাছে না শাসকদলের সেলিব্রিটি প্রার্থীকেও। তবে মাঠে একাই লড়াই করে চলেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এই গরমে রোদে পুড়ে কখনও সাইকেল চালিয়ে, কখনও পায়ে হেটে, কখনও টোটোতে চড়ে জোরদার প্রচার চালাচ্ছেন অনির্বাণবাবু। সাথে দেখা যাচ্ছে বিজেপির কর্মীদেরও। এছাড়াও কখনো বয়স্কদের পায়ে হাত দিয়ে আবার কখনও হাত জোড় করে ভোট চাইছেন তিনি। অন্যথা হল না আজও। টাক ফাটা রোদে এদিন সোনারপুর দক্ষিণ ৪ নম্বর মণ্ডলে শিকারিপাড়া থেকে খিরিশতলা পর্যন্ত মিছিল করেন তিনি। সেখানে একপ্রকার জনজোয়ার দেখা যায়।
মানুষের মাঝে যাদবপুরের বিজেপির প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় pic.twitter.com/9j3w6Q6hBj
— Peek Medio (@peek_medio) April 29, 2024
সেই জনজোয়ারে নেতৃত্ব দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলী । পাশাপাশি বারুইপুর পূর্ব মন্ডল ১, চম্পাহাটি নীলমনিকর স্কুলে আয়োজিত ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চা সম্মেলনে বিকশিত ভারতের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংখ্যালঘু ভাই – বোনদের আত্মনির্ভরশীল করে তুলতে – বিভিন্ন সুযোগ সুবিধে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্য করেননি, সেই কথাই মানুষের কাছে তুলে ধরলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলী।
রোদ গরম উপেক্ষা করে জনসংযোগে যাদবপুরে বিজেপির প্রার্থী অনির্বান গাঙ্গুলি মানুষের আশীর্বাদ চাইলেন pic.twitter.com/hpEbAUu5PJ
— Peek Medio (@peek_medio) April 29, 2024
এই দিন তিনি সোনারপুর উত্তর ৩ নম্বর মন্ডলে খেয়াদহতে একটি পথসভায় উপস্থিত থেকে বিকশিত ভারতের কান্ডারী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান মানুষের কাছে উপস্থাপন করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের দাপুটে বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলী।